15 July 2010

বোমা বিশেষজ্ঞসহ দুই জেএমবি সদস্যের ৫০ বছরের কারাদণ্ড

আদালত প্রতিবেদক

নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা'আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) শুরা সদস্য ও বোমা বিশেষজ্ঞ সালাহউদ্দিন ওরফে সালেহীন ও আসাদুজ্জামান পনিরকে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় ৫০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি ট্রাইব্যুনাল।

ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মো. রেজাউল ইসলাম গতকাল বুধবার এই রায় দেন। অভিযোগ প্রমাণ না হওয়ায় জেএমবির পলাতক সদস্য আশরাফুল ইসলাম ওরফে শরিফকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

ময়মনসিংহ শহরের আরকে মিশন রোডের দুটি বাড়িতে বিস্ফোরণ ঘটানোর ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম মজুদ রাখে জেএমবি নেতারা। ২০০৫ সালের ১৮ মে র‌্যাব অভিযান চালালে আসামিরা র‌্যাবের ওপর বোমা হামলা চালায়। ঘটনাস্থল থেকে র‌্যাব পনিরকে গ্রেপ্তার করে। তার স্বীকারোক্তিতে জানা যায়, জেএমবির বোমা বিশেষজ্ঞ সালাহউদ্দিন র‌্যাবের অভিযানের সময় পালিয়ে গেছে।

মামলায় আরো বলা হয়, জিজ্ঞাসাবাদে পনির জানায়, শায়খ আবদুর রহমান এবং বাংলা ভাইয়ের নির্দেশে বোমা ও বোমা তৈরির সরঞ্জাম মজুদ রাখা হয়েছিল। পনিরের দেওয়া তথ্য অনুযায়ী পরে সালাহউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ময়মনসিংহের কোতোয়ালি থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করে র‌্যাব। পরে তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।

রায়ে বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ধারায় যাবজ্জীবন (যাবজ্জীবন কারাদণ্ড ৩০ বছর) এবং ৪ ধারায় ২০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মামলা পরিচালনাকারী বিশেষ পিপি রফিকুল ইসলাম কালের কণ্ঠকে জানান, একাধিক মামলায় সালাহউদ্দিনের ফাঁসি ও যাবজ্জীবন কারাদণ্ডের রায় রয়েছে। পনিরেরও একাধিক মামলায় যাবজ্জীবন দণ্ড হয়েছে।

No comments:

Post a Comment

মন্তব্য করুন