15 July 2010

দুই স্থানে জামায়াতের ৬ নেতা-কর্মী আটক

প্রিয় দেশ ডেস্ক

নাটোর ও চাঁপাইনবাবগঞ্জে জামায়াত-শিবিরের ছয় নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। প্রতিনিধিদের পাঠানো খবর:

নাটোর : জামায়াতে ইসলামীর পাঁচ শীর্ষ নেতার মুক্তির দাবিতে নাটোরে বুধবার সকালে মিছিল শেষে শহরের ইসলামী হাসপাতালে গোপন বৈঠক করার সময় জামায়াতের শহর আমিরসহ পাঁচ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

নাটোরের পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, 'জামায়াতের নেতা-কর্মীরা বুধবার সকাল সাড়ে ৭টার দিকে শহরের হরিশপুর বাইপাস মোড়ে গ্রেপ্তারকৃত শীর্ষ ৫ নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ করে। এ ঘটনায় পুলিশ শহর আমির আতিকুল ইসলাম রাসেল, কর্মী জামাল উদ্দিন, নুরুল ইসলাম, মেহেদী হাসান এবং শিবিরকর্মী আবদুল্লাহ আল মামুনকে আটক করে।

চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুর হাট এলাকা থেকে পুলিশ মঙ্গলবার রাতে এন্তাজুল নামের এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে।

No comments:

Post a Comment

মন্তব্য করুন