নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
বিক্ষোভের সময় ককটেল ফাটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি ও জঙ্গি মিছিল করার অভিযোগে পুলিশ রাজশাহীর ছয় জামায়াত-শিবির নেতা-কর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে। গতকাল বুধবার তদন্ত কর্মকর্তা বোয়ালিয়া থানার এসআই ইমামুল হক রাজশাহীর মুখ্য মহানগর হাকিমের আদালতে এ অভিযোগপত্র জমা দেন। গত ৩০ জুন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা ঢাকায় তাদের শীর্ষ তিন নেতার গ্রেপ্তারের প্রতিবাদে রাজশাহীর সাহেববাজারে বিক্ষোভ মিছিল বের করে এবং ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ অভিযোগে বোয়ালিয়া থানার এসআই মতিয়ার রহমান বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ঘটনার দিনই মামলাটি দায়ের করেন। অভিযুক্তরা বর্তমানে জেলহাজতে রয়েছে।
যাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে তাঁরা হলেন_মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি আবু বকর সিদ্দিক, রাজপাড়া থানা আমির আব্দুল মালেক ও সেক্রেটারি মাহবুবুল আহসান, জামায়াতকর্মী ও রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মোখলেসুর রহমান, ১ নম্বর ওয়ার্ড শিবিরের সেক্রেটারি মোহাম্মদ হাসান ও ২ নম্বর ওয়ার্ড শিবির সেক্রেটারি নাইমুল হক।
মহানগর পুলিশের কোর্ট পরিদর্শক দেবেন্দ্রনাথ দাস জানান, মুখ্য মহানগর হাকিম আমিরুল ইসলাম গতকাল অভিযোগপত্র গ্রহণ করে পরবর্তী শুনানির জন্য তারিখ ধার্য করেন।
No comments:
Post a Comment
মন্তব্য করুন