বরিশাল অফিস
বরিশাল র্যাব-৮ কার্যালয় লাগোয়া সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রাসায় গতকাল বৃহস্পতিবার কোতোয়ালি পুলিশ তল্লাশি চালিয়েছে। এ সময় পুলিশ ওই মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আশ্রাব আলী দেওয়ান, উপাধ্যক্ষ মাওলানা আবদুল হালিম আল মাদানীসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। আটক অপর ব্যক্তির নাম জানা যায়নি।
থানা সূত্রে জানা যায়, আটক অধ্যক্ষ-উপাধ্যক্ষ জামায়াতের রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত বলে মাদ্রাসার একাধিক শিক্ষক নিশ্চিত করেছেন। তবে তাঁরা জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন_এমন দাবি করে মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আমিরুল ইসলাম খসরু কালের কণ্ঠকে বলেন, 'মাওলানা আবদুল হালিম আল মাদানী সৌদি সরকারের মাধ্যমে বাংলাদেশে ধর্ম প্রচারের কাজে নিয়োজিত। এ ছাড়া তিনি বরিশাল ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা।' পুলিশ মাদ্রাসা থেকে উপাধ্যক্ষের এক অতিথিকে থানায় নিয়ে গেছে বলে তিনি দাবি করেছেন। তবে তিনি তার নাম বলতে পারেননি।
এদিকে আটক তিনজনকে মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার আ ফ ম আনোয়ার হোসাইন খানের গাড়িতে (পিকআপ) করে কোতোয়ালি থানায় নিয়ে আসা হয়। তবে সে সময় সাংবাদিকরা ছবি তুলতে গেলে পুলিশ তাতে বাধা দেয়। গতকাল বিকেল সাড়ে ৫টায় ওই মাদ্রাসায় গিয়ে দেখা গেছে, মাদ্রাসার প্রবেশপথে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। তবে এ ব্যাপারে সেখানকার পুলিশ কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এদিকে মাদ্রাসা থেকে কোনো কিছু উদ্ধার কিংবা তল্লাশির ব্যাপারে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের জানানো হয়নি।
তবে তল্লাশির কথা স্বীকার করে পুলিশের সহকারী কমিশনার আনোয়ার হোসাইন কালের কণ্ঠকে বলেন, 'মাদ্রাসার শিক্ষকদের কারণ ছাড়াই নিয়ে আসা হয়েছে।' এর বেশি কিছু বলতে তিনি অপারগতা প্রকাশ করেন।
No comments:
Post a Comment
মন্তব্য করুন