আদালত প্রতিবেদক | তারিখ: ০৯-০৭-২০১০
রাজধানীর উত্তরা, রমনা ও পল্টন থানায় করা একটি মামলাসহ তিনটি মামলায় জামায়াতের শীর্ষ তিন নেতা নিজামী, মুজাহিদ ও সাঈদীর রিমান্ড স্থগিত আবেদন নাকচ করে দিয়েছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইসমাইল হোসেন এ আদেশ দেন।
গত ৩০ জুন পল্টন ও উত্তরা থানার পৃথক দুটি মামলায় তিন দিন করে এবং রমনা থানার একটি মামলায় চার দিন মোট ১০ দিন রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত। ওই রিমান্ডের আদেশ স্থগিতের আবেদন জানান আইনজীবী আবদুর রাজ্জাক। গতকাল রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে আদালত তা সরাসরি নাকচ করে দেন।
এদিকে একই আদালতে জামায়াতের ৫০ নেতা-কর্মীর জামিনের আবেদন করলে এ আবেদনও নামঞ্জুর করেন আদালত।
ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে করা মামলায় গত ২৯ জুন এই তিন জামায়াত নেতাকে গ্রেপ্তার করা হয়।
No comments:
Post a Comment
মন্তব্য করুন