নিজস্ব প্রতিবেদক, ফেনী | তারিখ: ০৯-০৭-২০১০
ফেনীর দাগনভূঞা উপজেলা সদরে গতকাল বৃহস্পতিবার দুপুরে ইসলামী ছাত্রশিবিরের একটি মেসে তল্লাশি চালিয়ে পুলিশ বিপুলসংখ্যক জিহাদি বই, বোমা তৈরির সরঞ্জাম ও বেশ কিছু দেশীয় অস্ত্রসহ দুজন শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, গতকাল দুপুরে দাগনভূঞা থানার পুলিশ উপজেলা সদরের হাসপাতাল রোডে ইসলামী ছাত্রশিবির পরিচালিত একটি মেসে অভিযান চালায়। এ সময় পুলিশ ওই মেস থেকে প্রায় এক হাজার জিহাদি বই, বোমা তৈরির সরঞ্জাম জালের কাঠি, পেট্রল, লোহার রড, লাঠি ও বেশ কিছু সিডি উদ্ধার করে।
পরে পুলিশ মেস থেকে ছাত্রশিবিরের কর্মী শেখ ফরিদ (২২) ও মোহাম্মদ হোসেনকে (২৩) গ্রেপ্তার করেছে। থানায় নিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আরও ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে বলে দাগনভূঞা থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান প্রথম আলোকে জানান।
জেলা ছাত্রশিবিরের সভাপতি রাশেদুল হাসান গতকাল এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন, পুলিশ ষড়যন্ত্রমূলকভাবে তাঁদের দুজন কর্মীকে গ্রেপ্তার করেছে।
No comments:
Post a Comment
মন্তব্য করুন