নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম | তারিখ: ০৯-০৭-২০১০
চট্টগ্রাম নগর থেকে গ্রেপ্তার হওয়া জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ১২৭ জন নেতা-কর্মীর রিমান্ড মঞ্জুর করেছেন চট্টগ্রাম মহানগর হাকিম আদালত। গতকাল বৃহস্পতিবার শুনানির পর মহানগর হাকিম এইচ এম ফজলুল বারী এ রিমান্ড মঞ্জুর করেন।
সূত্র জানায়, নগরের হালিশহরের পিসিপোল থেকে আগ্রাবাদের ছোটপুল পর্যন্ত প্রায় এক কিলোমিটার অংশে গত রোববার বিকেলে সড়ক ও এর আশপাশে ৫০-৬০টি গাড়ি এবং দোকানপাট ভাঙচুর করে জামায়াত-শিবিরের ক্যাডাররা। জামায়াতের আমির মতিউর রহমান নিজামীসহ শীর্ষস্থানীয় তিন নেতার মুক্তির দাবিতে হঠাৎ মিছিল ও এই ভাঙচুর করে তারা। এ ঘটনায় হালিশহর থানায় একটি এবং ডবলমুরিং থানায় অপর একটি মামলা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ৪১ জন এবং ওই রাতে নগরের বিভিন্ন এলাকা থেকে আরও ১০২ জনকে গ্রেপ্তার করে। তাঁদের মধ্যে ১২৭ জনকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়।
চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্ত্তী প্রথম আলোকে বলেন, ভাঙচুরের ঘটনায় হালিশহর থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ১৮ জনের প্রত্যেককে তিন দিন করে এবং ডবলমুরিং থানায় করা বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় ১০৯ জনের প্রত্যেককে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
No comments:
Post a Comment
মন্তব্য করুন