শেরপুর প্রতিনিধি | তারিখ: ০৯-০৭-২০১০
শেরপুর জেলা শহরে বিক্ষোভ মিছিলের মাধ্যমে ত্রাস ও আতঙ্ক সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার হওয়া জেলা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ১৫ জন নেতা-কর্মীর মধ্যে চারজনকে এক দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
তাঁরা হলেন—জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবদুল বাতেন, জামায়াতের সহযোগী সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মো. আনোয়ার হোসেইন, নালিতাবাড়ী শহর জামায়াতের সেক্রেটারি মো. আইয়ুব আলী ও জামায়াতের কর্মী মো. ইব্রাহিম সাদী। শেরপুরের দ্রুত বিচার আদালতের বিচারক নুরুল আলম মোহাম্মদ নিপু গতকাল বৃহস্পতিবার বিকেলে এই রিমান্ড মঞ্জুর করেন।
No comments:
Post a Comment
মন্তব্য করুন