জামালপুর প্রতিনিধি | তারিখ: ০৯-০৭-২০১০
জামালপুরে একটি মাদ্রাসা থেকে জঙ্গি সংগঠনের সদস্য সন্দেহে ১২ জনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার জেলা শহরের খোপীবাড়ী এলাকার কারিমিয়া হাফিজিয়া মাদ্রাসা থেকে তাদের আটক করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন জানান, আটকৃতরা মাদ্রাসার নিচতলার একটি কক্ষে গোপন বৈঠক করছিল। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে। তাদের কাছ থেকে দারুস সালাম মানবকল্যাণ ফাউন্ডেশন নামের একটি সংস্থার কিছু প্রচারপত্র উদ্ধার করা হয়েছে। তবে ওই নামে সেখানে কোনো সংস্থা নেই বলে তিনি জানান। আটককৃতরা কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত বলে তাঁরা সন্দেহ করছেন। তাদের সদর থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আটককৃতরা হলেন, ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার চর হোসেনপুর গ্রামের হাফেজ মো. বেলাল হোসেন, একই জেলার ফুলপুর উপজেলার সন্তোষপুর গ্রামের রুস্তম আলী মল্লিক, আব্দুস সাত্তার, ইউনুছ আলী ও হাবিবুর রহমান; কিশোরগঞ্জের পাকুন্দিয়ার চর তেরটেকিয়া গ্রামের ইউনুছ আলী, কুমিল্লা জেলার বরুরার মইশার গ্রামের জসিম উদ্দিন, দিনাজপুরের কাহারুল এলাকার হাফিজুর রহমান, রংপুর সদরের ফতেপুর গ্রামের আনোয়ারুল ইসলাম, শেরপুর সদরের রাজবল্লভ গ্রামের মো. সাইফুল্লাহ, শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার কান্দালি গ্রামের ফখরুল ইসলাম এবং জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বাউশি মধ্যপাড়া গ্রামের আবদুল মান্নান।
No comments:
Post a Comment
মন্তব্য করুন