বরিশাল অফিস
বরিশাল মহানগর জামায়াতের শীর্ষ নেতা সালাহ্ উদ্দিন মাসুমকে গতকাল সোমবার কোর্ট এলাকা থেকে কোতোয়ালি থানা পুলিশ গ্রেপ্তার করেছে। এদিকে নগরীর সাগরদী এলাকায় গতকাল সকাল সাড়ে ৮টায় বিনা পুলিশি বাধায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। অপরদিকে কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে বিনা অনুমতিতে মিছিলের অভিযোগে রবিবার আটক সাত নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, গতকাল বিকেলে মহানগর জামায়াতের কর্মপরিষদের সদস্য সালাহ্ উদ্দিন মাসুম জজ কোর্ট চত্বর থেকে তাঁর বাংলাবাজারের বাসায় ফিরছিলেন। এ সময় পুলিশ সদস্যরা তাঁকে আটক করে একটি পিকআপযোগে কোতোয়ালি থানায় নিয়ে আসে। পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এদিকে কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে বিনা অনুমতিতে মিছিলের অপরাধে রবিবার আটক সাত নেতা-কর্মীর বিরুদ্ধে গতকাল মামলা দায়ের করেন কোতোয়ালি থানার সহকারী উপপরিদর্শক (এসআই) মো. ইউসুফ আলী। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার জানান, আসামিদের বিরুদ্ধে বেআইনিভাবে সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগ আনা হয়েছে। ওই মামলার আসামি হিসেবে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
আসামিরা হলেন ব্যাপ্টিস্ট মিশন স্কুলের শিক্ষক আ. আজিজ (৪৫), বিএম কলেজের গণিত বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র এনামুল হক (২১), একই বিভাগ ও বর্ষের মিজানুর রহমান (২১), একই কলেজের বাংলা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মো. ফরিদউদ্দিন (২২), দাড়িয়াল কলেজের এইচএসসির ছাত্র সাকিবুল হাসান (১৮) ও হোটেল বয় সোহেল (২০)। এ নিয়ে গত এক সপ্তাহে বরিশালে জামায়াত-শিবিরের ২৫ নেতা-কর্মীকে পুলিশ পৃথক দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে।
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে সকাল সাড়ে ৮টায় সাগরদী কুয়েত প্লাজার সামনে থেকে ১৫-২০ জনের একটি দল মিছিল শুরু করে। কোতোয়ালি থানার এসআই আলী আজিম ঘটনাস্থলে পেঁৗছলে মিছিলকারীরা পালিয়ে যায়।
No comments:
Post a Comment
মন্তব্য করুন