নিজস্ব প্রতিবেদক
জামায়াতের শীর্ষস্থানীয় তিন নেতার মুক্তির দাবিতে এবং সরকারবিরোধী বিভিন্ন স্লোগান-সংবলিত পোস্টার লাগানোর সময় গত রবিবার রাতে ১১ শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানার পুলিশ। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ পোস্টার উদ্ধার করা হয়েছে। এ ছাড়া গতকাল সোমবার সন্ধ্যায় মগবাজার এলাকায় জামায়াতের আল ফালাহ প্রেসে অভিযান চালায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-৩-এর স্কোয়াড্রন লিডার রাকিব গতকাল রাতে কালের কণ্ঠকে জানান, তাঁদের কাছে খবর ছিল, 'আল ফালাহ প্রেস' থেকে রাষ্ট্রবিরোধী পোস্টার ছাপানো হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে র্যাবের একটি দল ওই তল্লাশি চালায়। তবে সেখানে কোনো পোস্টার পাওয়া যায়নি।
যাত্রাবাড়ী থানার পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত শিবিরকর্মীরা হচ্ছে শফিকুল ইসলাম (২০), মামুন (২০), শামীম (২০), সোহেল (২০), ইমাম হোসেন (২০), সাইফুল ইসলাম (২২), আসাদুজ্জামান (২২), আবুল হাসনাত (২২), মাহমুদ (২৪), ইমরান (২৩) ও সোহাগ (২১)। তারা রবিবার রাত ২টার সময় যাত্রাবাড়ী ও আশপাশের অলিগলিতে কড়া পাহারা বসিয়ে সরকারবিরোধী বিভিন্ন পোস্টার লাগাচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যায়।
যাত্রাবাড়ী থানার ওসি মনিরুজ্জামান কালের কণ্ঠকে জানান, ওই শিবিরকর্মীদের এর আগে সরকারি কাজে বাধা প্রদানসংক্রান্ত একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
ব্যারিস্টার রাজ্জাকের চেম্বারে তল্লাশি : আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে দুই ব্যক্তি জামায়াত নেতা ব্যারিস্টার রাজ্জাকের পল্টন সিটি হার্টের চেম্বারে অভিযান চালিয়েছেন বলে অভিযোগ করেছেন তাঁর এক সহকারী। রাজ্জাকের সহকারী ব্যারিস্টার বেলায়েত কালের কণ্ঠকে জানান, সাদা পোশাকের ওই দুজন সিটি হার্টের ১৫ তলায় অবস্থিত আবদুর রাজ্জাকের 'দ্য ল কাউন্সিল' অফিসে গিয়ে তল্লাশি করেন। এ সময় পরিচয় জানতে চাইলে তাঁরা নিজেদের পুলিশের লোক হিসেবে পরিচয় দেন।
No comments:
Post a Comment
মন্তব্য করুন