খুলনা অফিস
মহানগরীর জামায়াতে ইসলামীর আমির মিয়া গোলাম পরওয়ারসহ ১০ জনকে দুই দফায় চার দিনের পুলিশি রিমান্ড শেষে জেলহাজতে পাঠানো হয়েছে। গতকাল সোমবার বিকেলে জেল হাজতে পাঠানো হয় তাঁকে। তবে বাকি তিন জনের তিন দিনের রিমান্ড অব্যাহত রয়েছে। আজ মঙ্গলবার দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় তাঁদেরকে আবার আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানানো হবে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, গত ৩০ জুন বুধবার বিকেলে পূর্ব অনুমতি ছাড়া নগরীর ডাকবাংলো মোড়ে মিছিলে বাধাকে কেন্দ্র করে জামায়াত-শিবির কর্মীদের হামলায় খুলনা থানার ওসি মনির-উল-গিয়াসসহ দুই পুলিশ আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে মহানগরী আমির মিয়া গোলাম পরওয়ারসহ ২১ জনকে আটক করে। এ ঘটনায় পুলিশ তাঁদের বিরুদ্ধে দুইটি মামলা দায়ের করে।
খুলনা থানার ওসি (চলতি দায়িত্ব) মামুন খান বলেন, 'গ্রেপ্তারকৃতদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দ্রুত বিচার মামলার আইন অনুযায়ী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করে শিগগিরই চার্জশিট দেওয়া হবে।'
No comments:
Post a Comment
মন্তব্য করুন