নিজস্ব প্রতিবেদক | তারিখ: ০৫-০৭-২০১০
দলের তিন শীর্ষস্থানীয় নেতার মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভের ডাক দিয়েছিল জামায়াতে ইসলামী। এই কর্মসূচি নিয়ে সাংবাদিকদের সঙ্গে এক ধরনের লুকোচুরি করেছে জামায়াত।
গতকাল দুপুর সাড়ে ১২টায় জামায়াতের ঢাকা মহানগর কার্যালয় থেকে সাংবাদিকদের ফোন করে জানানো হয়, দুপুর দেড়টায় নাইটিঙ্গেল মোড় থেকে মিছিল বের হবে। সাংবাদিকেরা যেন সেখানে উপস্থিত থাকেন। ফোন পেয়ে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা সেখানে দীর্ঘক্ষণ অপেক্ষা করেন। জামায়াতের কর্মীদের না দেখে দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের ফোন করে জানতে চাইলেও কেউ ফোন ধরেননি।
দুপুর দুইটার দিকে জামায়াতের ঢাকা মহানগর শাখার সেক্রেটারি কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য আবদুল হালিম ফোন করে জানান, তাঁরা নাইটিঙ্গেল মোড়ে কিছুক্ষণের মধ্যেই আসবেন। একই সময় শান্তিনগর মোড় থেকে আরেকটি মিছিল হতে পারে বলেও তিনি জানান। এরপর উপস্থিত সাংবাদিকেরা দুই ভাগ হয়ে নাইটিঙ্গেল ও শান্তিনগর মোড়ে আরও আধা ঘণ্টার বেশি অপেক্ষা করেন। কিন্তু কোথাও জামায়াতের নেতা-কর্মীরা আসেননি।
পরে জানা যায়, দুপুর সোয়া দুইটার দিকে মালিবাগ মোড় থেকে ঝটিকা মিছিল বের করেন জামায়াতের নেতা-কর্মীরা। কয়েকজন মিলে প্রথমে একটি মিছিল বের করেন। এরপর সড়কের দুই ধারে পথচারীর বেশে দাঁড়িয়ে থাকা জামায়াতের নেতা-কর্মীরা দৌড়ে এসে মিছিলে যোগ দেন। কিছুক্ষণ সামনে এগিয়ে গিয়ে দুই-এক মিনিট বক্তব্যের পরই মিছিলের কর্মসূচি শেষ করে আবারও পথচারীদের সঙ্গে মিশে যান জামায়াতের কর্মী-সমর্থকেরা।
জানতে চাইলে জামায়াতের নেতা আবদুল হালিম প্রথম আলোকে বলেন, ‘পুলিশের তাড়ানোটা দেখবেন না? পুলিশের সঙ্গে আমাদের কৌশলী ভূমিকা নিতে হবে না?’
No comments:
Post a Comment
মন্তব্য করুন