5 July 2010

কুষ্টিয়ায় ছাত্রশিবিরের ১১ নেতা-কর্মী গ্রেপ্তার


কুষ্টিয়া অফিস | তারিখ: ০৫-০৭-২০১০

কুষ্টিয়া শহরের কালীশংকরপুর এলাকার দুটি ছাত্রাবাস থেকে গতকাল রোববার ভোরে ইসলামী ছাত্রশিবিরের ১১ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে তাঁদের কুষ্টিয়ার মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়। আদালত জেলহাজতে পাঠানোর নির্দেশ দিলে তাঁদের কুষ্টিয়া কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার হওয়া ছাত্রশিবিরের নেতা-কর্মীরা হলেন—কুষ্টিয়া শহর ছাত্রশিবিরের সভাপতি মাজহারুল আলম, শামীম, হাসিবুল, সম্রাট, মিজানুর, সোহেল রানা, আনিসুর রহমান, এনামুল হক, হাসান, বকুল ও কাউসার আলী।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, পুলিশের কাছে খবর ছিল জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় তিন নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে জামায়াত-ঘোষিত গতকালের বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা নাশকতার সৃষ্টি করতে পারেন।

No comments:

Post a Comment

মন্তব্য করুন