বরিশাল অফিস | তারিখ: ০৫-০৭-২০১০
বরিশাল নগরের লঞ্চঘাট এলাকা থেকে গতকাল রোববার জামায়াতের কর্মী সন্দেহে ১৩ জনকে পুলিশ আটক করেছে। এদিকে দায়িত্বে অবহেলার অভিযোগে গতকাল বগুড়া রোড ফাঁড়ির শহর উপপরিদর্শক (টিএসআই) শাহাবুদ্দিনকে পুলিশ লাইনে প্রত্যাহার (ক্লোজড) করে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে নগরের লঞ্চঘাট এলাকায় জামায়াতের একটি মিছিল শুরু হলে সেখানে পুলিশের টহল গাড়ি গিয়ে হাজির হয়। পুলিশের গাড়ি দেখে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় পুলিশ জামায়াতের কর্মী সন্দেহে ১৩ জনকে আটক করে নৌপুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।
আটক ব্যক্তিদের ছবি তুলতে গেলে ফাঁড়ির পুলিশ সাংবাদিকদের বাধা দেয় এবং সংবাদকর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে। পরে আটক ব্যক্তিদের কোতোয়ালি মডেল থানায় নিয়ে যাওয়া হয়।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ হালদার বলেন, লঞ্চঘাট এলাকায় জামায়াতের মিছিল থেকে জামায়াতের কর্মী সন্দেহে ১৩ জনকে আটক করা হয়েছে। তবে আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজন সাধারণ মানুষও রয়েছেন। তাঁদের জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হবে।
পুলিশ সূত্র জানায়, গত শনিবার ছাত্রশিবির নগরের হাসপাতাল রোড থেকে মিছিল বের করে। মিছিলটি বগুড়া রোড পুলিশ ফাঁড়ির সামনে দিয়ে গেলেও পুলিশ কোনো ভূমিকা রাখেনি। পুলিশের সামনে দিয়ে নির্বিঘ্নে মিছিল করে ছাত্রশিবির। এ অভিযোগে টিএসআই শাহাবুদ্দিনকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
বরিশাল মহানগর পুলিশের কমিশনার আবদুর রহিম বলেন, শাহাবুদ্দিনের বিরুদ্ধে আগেও অভিযোগ ছিল। তাই প্রশাসনিক কারণেই তাঁকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
No comments:
Post a Comment
মন্তব্য করুন