খুলনা অফিস
খুলনা মহানগর জামায়াতে ইসলামীর আমির মিয়া গোলাম পরোয়ারসহ ১০ জনকে ফের দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আটক বাকি তিনজনকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
সূত্র জানায়, মিয়া গোলাম পারোয়ারসহ ১০ জনের দুই দিনের রিমান্ড গতকাল শনিবার শেষ হয়। মামলার তদন্ত কর্মকর্তা মুখ্য মহানগর হাকিমের আদালতে তাঁদের আরো ১০ দিনের রিমান্ডের আবেদন জানান।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, গত বুধবার পুলিশের ওপর হামলা, কাজে বাধা দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় আরো জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ডে নেওয়া অন্য আসামিরা হলেন_ফরিদ উদ্দিন, রেজাউল করিম, ইমরান খালিদ, ইমরান হোসেন, তৌহিদুল ইসলাম, সাইফুল হাসান, আজিজুল ইসলাম ও গাজী শাহ মাকদুম।
এ ছাড়া একই আদালতে জামায়াতের শুরা সদস্য মনিরুজ্জামান, মহানগর জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক ডা. কাজী ইয়াছিন উদ্দিন ও এমজি সরোয়ারের ১০ দিনের রিমান্ডের আবেদন জানানো হলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত বুধবার বিকেলে নগরীর ডাকবাংলো মোড়ে জামায়াতে ইসলামীর মিছিলে পুলিশ বাধা দিলে সংঘর্ষ হয়। এতে খুলনা থানার ওসিসহ দুই পুলিশ সদস্য আহত হন।
No comments:
Post a Comment
মন্তব্য করুন