3 July 2010

শিবিরের মুখে 'জয় বাংলা'

বরিশাল অফিস

জামায়াতের শীর্ষ তিন নেতার মুক্তির দাবিতে বরিশাল নগরীতে গতকাল শনিবার দুপুরে লাঠিমিছিল করে শিবিরের নেতা-কর্মীরা। বগুড়া রোড (নতুন বাজার) পুলিশ ফাঁড়ির সামনে এসে মিছিলকারীরা 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান দিতে থাকে। তবে 'নিজামী-মুজাহিদ-সাঈদীর মুক্তি চাই' ব্যানার দেখে পুলিশের টনক নড়ে। ততক্ষণে ধাওয়া করেও কাউকে আটক করতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানায়, নগরীর হাসপাতাল রোড সোনালী হল মোড় থেকে ইসলামী ছাত্রশিবিরের মহানগর সভাপতি সাইফুল ইসলামের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী বেলা ২টার দিকে বিক্ষোভমিছিল শুরু করে। ওই মিছিলের পিছনে ১৫-২০ জন কর্মী লাঠি নিয়ে অংশ নেয়। মিছিলটি বগুড়া রোড পুলিশ ফাঁড়ি এলাকা অতিক্রমের সময় মিছিলকারীরা 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' বলে স্লোগান দেয়।

ঘটনার সত্যতা স্বীকার করে বগুড়া রোড পুলিশ ফাঁড়ির ইনচার্জ টি এস আই শাহাবুদ্দিন আহম্মেদ জানান, পুলিশকে বিভ্রান্তি করতেই তারা মিছিল থেকে 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান দেয়। তবে মিছিলের সামনে 'নিজামী-মুজাহিদ-সাঈদীর মুক্তি চাই' লেখা সংবলিত ব্যানার ছিল। ফলে ছাত্রশিবিরের কৌশল খুব সহজেই পুলিশ বুঝতে পেরে মিছিলটিকে ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়।

'জয় বাংলা' স্লোগান দেওয়ার কথা অস্বীকার করে মহানগর ছাত্রশিবির সেক্রেটারি কাজী সাইফুল ইসলাম দাবি করেন, বিষয়টি পুরোটাই কাল্পনিক। বরং বিশাল মিছিল নিয়ে সেখান থেকে যাওয়ার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পাঁচজন পুলিশ মিছিল দেখে তাঁরা ফাঁড়ির ভেতরে চলে যান। তিনি অভিযোগ করেন ব্যর্থতা ঢাকতেই পুলিশ এমন সুর তুলেছে। কাজী সাইফুল ইসলাম বলেন, বিক্ষোভ মিছিল শেষে নতুন বাজারে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন পশ্চিম জেলার সভাপতি আজম খান, পূর্ব জেলার সভাপতি নাসির উদ্দিন, অফিস সম্পাদক জহির উদ্দিন সরদার প্রমুখ।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার বলেন, মিছিলকারীরা 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান দিয়েছে। শিবিরের মিছিল দেখামাত্র পুলিশ ছত্রভঙ্গ করে দেয়।

No comments:

Post a Comment

মন্তব্য করুন