নিজস্ব প্রতিবেদক | তারিখ: ৩০-০৬-২০১০
জামায়াতে ইসলামীর পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন দলটির নেতারা। মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসাইন সাঈদী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের রিমান্ড বাতিল করে তাঁদের মুক্তি দেওয়ারও দাবি জানিয়েছে দলটি।
এই দাবিতে কাল বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ এবং পরের দিন শুক্রবার দেশব্যাপী দোয়া দিবস পালনের ঘোষণা দিয়েছে জামায়াত।
আজ বুধবার রাতে এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও জ্যেষ্ঠ সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান এই আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জামায়াতের ভারপ্রাপ্ত আমির বলেন, যেখানে মূল মামলায় তাঁদের জামিন মঞ্জুর হয়েছে, সেখানে অন্য মামলায় তাঁদের রিমান্ড মঞ্জুর করার যুক্তি নেই।
মকবুল আহমাদ জানান, দলের শীর্ষ তিন নেতার গ্রেপ্তারের প্রতিবাদে আজ সারা দেশে কর্মসূচি পালনকালে বা কর্মসূচির আগে বিভিন্ন পর্যায়ের প্রায় ৩০০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
জামায়াতের নেতারা কেন আদালতে হাজির হয়ে জামিন চাননি, জানতে চাইলে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেন, সচরাচর এ ধরনের মামলায় একজন হাজির হলেই সবার জামিন হয়ে যায়। এ জন্য তাঁরা মামলার অন্য আসামি শিবিরের নেতা আ স ম ইয়াহিয়াকে পাঠিয়েছিলেন। আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, এই মামলার আসামি রফিকুল ইসলাম খান ঢাকাতেই আছেন। সময় হলেই তাঁকে দেখা যাবে।
No comments:
Post a Comment
মন্তব্য করুন