23 July 2010

জেএমবির মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তিন জামায়াত নেতাকে

নিজস্ব প্রতিবেদক

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে জেএমবির বোমা হামলা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। জেএমবির আমির ও সাবেক জামায়াত নেতা সাইদুরের দেওয়া ১৬১ ধারার স্বীকারোক্তিতে তাঁদের সংশ্লিষ্টতা নিশ্চিত হওয়ার পর এ সিদ্ধান্ত হয়।

এদিকে গত দুই দিনে রাজধানীসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অস্ত্রসহ শিবিরের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃত আবদুল্লাহ আল মামুন ও মাইনুল শিবিরের সাথি পর্যায়ের নেতা। শিবিরের আরো কয়েকজনকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

রাজধানীর কদমতলী থানায় সাইদুরসহ জঙ্গিদের বিরুদ্ধে দায়েরকৃত সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তিন জামায়াত নেতার বিরুদ্ধে আদালতে রিমান্ড প্রার্থনা করা হয়েছে। আগামী সোমবার রিমান্ড আবেদনের শুনানি হওয়ার কথা।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা জানান, সাইদুর পুলিশের কাছে জেএমবি-জামায়াত কানেকশনের ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য দিয়েছেন। যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে জামায়াত নেতারা জেএমবি জঙ্গিদের দিয়ে হামলার পরিকল্পনা করেছিলেন। সরকারকে বেকায়দায় ফেলে জামায়াত ফায়দা আদায়ের চেষ্টা করছিল। সাইদুর রহমানের দেওয়া জবানবন্দিতে জামায়াতের তিন নেতার নাম এসেছে।

গত মে মাসে পূর্ব জুরাইনের চেয়ারম্যান গলির বাড়িতে জেএমবি জঙ্গিদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় ওই সময় কদমতলী থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়। ওই ঘটনায় পুলিশের ৯ জন সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে গ্রেপ্তারকৃত জেএমবির জঙ্গি আবু বক্করও রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দেয়। মূলত তার দেওয়া তথ্যের ভিত্তিতেই শনিরআখড়া থেকে গ্রেপ্তার করা সম্ভব হয় জেএমবির আমির মাওলানা সাইদুর রহমানকে। পরে সাইদুরও জেএমবির সঙ্গে জামায়াতের কানেকশনের ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য দেন।

No comments:

Post a Comment

মন্তব্য করুন