Fri, Jul 2nd, 2010 12:22 am BdST
শেরপুর, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারিসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোর ও রাতে জামায়াত ও এর সহযোগী সংগঠন ছাত্রশিবিরের এই নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ বলেছে, বুধবার বিক্ষোভ মিছিল করে জনমনে ভীতি ছড়ানোর অভিযোগে ভোরে নয়জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- শেরপুর জেলা জামায়াতের আমির আব্দুল বাতেন (৫৩), শহর শাখার আমির আনোয়ার হোসাইন (৫৬), নালিতাবাড়ী পৌর জামায়াতের সেক্রেটারি আইয়ুব আলী (৪০), জামায়াত নেতা সাইফুল�াহ (৬০), শিবিরকর্মী মারুফ হাসান (১৮), হাবিব হাসান (১৮), রফিকুল ইসলাম (২২), মুনিরুজ্জামান (২২) ও রফিকুল মিয়া (১৮)।
শেরপুরের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) মো. ইকবাল শফি সাংবাদিকদের জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সজিব বাদি হয়ে দ্রুত বিচার আইনে একটি মামলা করেছেন।
জিজ্ঞাসাবাদের জন্য সাতদিন হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে তাদের বিকালে মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে পাঠানো হয়।
হাকিম মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি রোববার আবেদন শোনার দিন ধার্য করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রাতে এএসপি জানান, শহরের চাপাতলী ও খড়মপুর এলাকা থেকে রাত ১১টার দিকে আরো দুই জামায়াতকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন- ইব্রাহিম আলী (৩৩) ও বেলাল হোসেন (৩৮)।
এরা থানা হেফাজতে রয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩৪৫ ঘ.
No comments:
Post a Comment
মন্তব্য করুন