1 July 2010

সিলেটে জামায়াত-শিবিরের হামলা-ভাংচুর

Thu, Jul 1st, 2010 10:38 pm BdST


সিলেট, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেট নগরীর কোর্ট পয়েন্ট ও ধোপাদিঘিরপাড় এলাকায় বৃহস্পতিবার দুপুরে ভাংচুর করেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।

এ সময় তারা ধোপাদিঘিরপাড় এলাকায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার দুপর ২টার দিকে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে কেন্দ্রীয় তিন নেতার মুক্তির দাবিতে বন্দরবাজার থেকে একটি মিছিল বের করা হয়।

মিছিলটি নগরীর কোর্ট পয়েন্ট এলাকার দিকে অগ্রসর হলে পুলিশ বাধা দেয়। এ সময় জামায়াত ও এর সমর্থক ছাত্র সংগঠন শিবিরের কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে পথচারীসহ অন্তত ১০ জন আহত হয়।

পরে জামায়াত-শিবিরের কর্মীরা মিছিল নিয়ে নগরীর জিন্দাবাজারের দিকে অগ্রসর হলে আবারো পুলিশের বাধার মুখে পড়ে। তারা মিছিল নিয়ে নগরীর ধোপাদীঘির পাড়ের দিকে চলে যায়। সেখানে তারা অর্থমন্ত্রীর বাসভবন ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে হামলা চালানোর চেষ্টা করে।

নিরাপত্তাকর্মীরা বাসার প্রধান ফটক বন্ধ করে দিলে তারা ইট পাটকেল নিক্ষেপ করে।

বন্দরবাজার, কোর্ট পয়েন্ট ও ধোপাদিঘিরপাড় এলাকায় জামায়াত-শিবিরের কর্মীরা কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা, পিকআপ, মাইক্রোবাস ও টাউনবাসসহ ৮/১০টি গাড়ি ভাংচুর করে।

সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার আহসান হাবিব পলাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জামায়াত-শিবিরের কর্মীরা অর্থমন্ত্রীর বাসভবন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেছে।

সহকারী কমিশনার (এসি) আক্তার হোসেন জানান, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা মিছিল বের করে নগরীতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। এসময় তারা পুলিশের উপর হামলা চালায়।

তিনি বলেন, বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। অপ্রীতিকর ঘটনা রোধে নগরীর সবগুলো পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়ের দাবি করেন, তাদের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে কোনো ধরনের উস্কানি ছাড়াই পুলিশ হামলা চালিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১৮ ঘ.

No comments:

Post a Comment

মন্তব্য করুন