Thu, Jul 1st, 2010 7:34 pm BdST
ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)� নিজামী-মুজাহিদ-সাঈদীকে গ্রেপ্তারের পর পুলিশের কাজে বাধা দেওয়া এবং দাঙ্গাহাঙ্গামার অভিযোগে রাজধানীর রমনা থানা এলাকা থেকে গ্রেপ্তার পাঁচ জামায়াত কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছে আদালত।
বৃহষ্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম এস কে তোফায়েল হাসান তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের এ অনুমতি দেন।
এই পাঁচজন হলেন, কবীর হোসেন, আহমদ ওয়াজেদ, মো. নূরুজ্জামান, এটিএম আব্দুল হান্নান এবং রুহুল আমিন ।
রমনা থানা পুলিশ বুধবার সকালে এই পাঁচ জনসহ ছয়জনকে ঢাকার রাজমনি সিনেমা হলের সামনে থেকে গ্রেপ্তার করে বৃহষ্পতিবার দুপুরে আদালতে হাজির করে পাঁচদিনের হেফাজতে নেওয়ার আবেদন করে।
এদের মধ্যে শারীরিক অসুস্থতার কারণে এটিএম সিরাজুল হককে কারাগারে পাঠানো হয়েছে। তাকে হেফাজতে নেওয়ার আবেদন নাকচ করে আদালত। এসময় আদালত তাদের জামিন আবেদনও নাকচ করে।
এদিকে নিজামী, মুজাহিদ, সাঈদীকে বুধবার ঢাকার আদালতে আনার আগে আদালত পাড়া ও এর আশপাশের এলাকা থেকে গ্রেপ্তার ৫৬ জন জামায়াত কর্মীর জামিন আবেদন নাকচ করে তাদেরকেও কারাগারে পাঠান ঢাকার ১ নম্বর দ্রুত বিচার আদালতের হাকিম আবদুল মজিদ।
গ্রেপ্তার অপর জামায়াত কর্মী বেলাল হোসেনের জামিন আবেদন শুনানির জন্য দিন ধার্য করা হয় আগামী রোববার। তাকেও কারাগারে পাঠানো হয়েছে।
এদের বিরুদ্ধে বুধবার কোতওয়ালী থানাধীন জনসন রোডে যানবাহনে হামলা, ইট পাটকেল নিক্ষেপ, লাঠিসোটা নিয়ে শক্তি প্রদর্শনসহ ত্রাস সৃষ্টির মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে দ্রুত বিচার আইনে মামলা হয়।
ওই দিন দ্রুত বিচার আইনে বংশাল থানায় দায়ের করা মামলায় একই আদালতের হাকিম জামায়াত কর্মী ফিরোজ আলম, মতিউর রহমান, মিজানুর রহমান রাসেলের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানের আদেশ দেন। বংশাল থানা পুলিশ একই অভিযোগে বুধবার সকালে তাদের গ্রেপ্তার করে।
একই সময়ে রাজধানীর পল্টন এলাকা থেকে গ্রেপ্তার জামায়াত কর্মী জয়নাল আবেদীন এবং সাইফুল ইসলামের জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠান ঢাকার ১ নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. আলী হোসাইন। তাদের বিরুদ্ধেও দন্ড বিধির বিভিন্ন ধারায় পুলিশের কাজে বাধাদান ও দাঙ্গা হাঙ্গামার অভিযোগ আনা হয়।
জামায়াত কর্মীদের রিমান্ড এবং কারাগারে পাঠানোর এসব তথ্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের পুলিশের জেনারেল রেকর্ডিং কর্মকর্তা উপপরিদর্শক এখলাসুর রহমান, বাবুল মিয়া এবং রতন শেখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএ/১৯২০ ঘ.
No comments:
Post a Comment
মন্তব্য করুন