13 July 2010

নরসিংদী ফরিদপুরে শিবিরের ১৬ নেতা-কর্মী গ্রেপ্তার




নিজস্ব প্রতিবেদক, ভৈরব ও ফরিদপুর অফিস | তারিখ: ১৩-০৭-২০১০


নরসিংদী ও ফরিদপুরে গতকাল সোমবার ইসলামী ছাত্রশিবিরের ১৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নরসিংদীতে শিবিরের কার্যালয় থেকে আগ্নেয়াস্ত্র ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে।

নরসিংদীতে ১৩ জন গ্রেপ্তার: শহরের ব্রাহ্মন্দী এলাকার একটি ছাত্রাবাস থেকে গতকাল শিবিরের ১৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীরা হলেন নরসিংদী শহর ছাত্রশিবিরের সভাপতি ওমর ফারুক, অর্থবিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম, কর্মী তাওহিদুল ইসলাম, ফারুক মিয়া, ফজল মাহমুদ, ফোরকান হোসেন, আসাদুল হক, জাহিদ হাসান, আমিনুল ইসলাম, আনিছুজ্জামান, বাহাউদ্দিন, মোরশেদ আলম ও জহিরুল হক।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে শিবিরকর্মীরা গোপনে সভা করছেন—এমন তথ্যের ভিত্তিতে গতকাল ভোরে ওই অভিযান চালানো হয়। ছাত্রাবাসে শিবিরের কার্যালয় থেকে একটি সাটারগান, চারটি গুলি, তিনটি রামদা, দুটি তলোয়ার, শতাধিক জিহাদি বই, চাঁদা আদায়ের রেজিস্ট্রার ও নয়টি সিডি উদ্ধার করা হয়েছে। ওসি আরও জানান, থানার উপপরিদর্শক (এসআই) আলিম শিকদার বাদী হয়ে ওই ১৩ জনের বিরুদ্ধে নরসিংদী সদর থানায় মামলা করেছেন।

শহর শিবিরের সভাপতি ওমর ফারুকের দাবি, তাঁরা কোনো গোপন সভা করেননি।

নরসিংদী জেলা ছাত্রশিবিরের সভাপতি মাহফুজ আহমেদ বলেন, তাঁদের কর্মীদের কাছে অস্ত্র থাকার কথা নয়। সারা দেশের মতো নরসিংদীতেও শিবিরের নেতা-কর্মীদের হয়রানি করতে পুলিশ নানা গল্প তৈরি করছে।

ফরিদপুরে গ্রেপ্তার ৩: ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে শিবিরের বিক্ষোভ মিছিল থেকে গতকাল শিবিরের তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ফরিদপুর মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের ছাত্র ঝিনাইদহ কোটচাঁদপুর উপজেলার বাসিন্দা মো. আজিজুর রহমান (২২), একই বর্ষের ছাত্র কুমিল্লা মুরাদনগর উপজেলার মো. রফিকুল ইসলাম (২৪) ও ফরিদপুর সদরের তুলাগ্রামের আবদুর রাজ্জাক (২৩)।

জেলা জামায়াতের আমির দেলোয়ার হুসাইন বলেন, জামায়াতের শীর্ষস্থানীয় তিন নেতার মুক্তির দাবিতে বেলা তিনটার দিকে ছাত্রশিবির ওই মিছিল বের করে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা নাশকতামূলক কার্যকলাপ চালানোর জন্য সমবেত হয়েছিলেন। তাঁদের মঙ্গলবার (আজ) আদালতে সোপর্দ করা হবে।

শিবিরের সাত কর্মী রিমান্ডে: আমাদের জয়পুরহাট প্রতিনিধি জানান, জয়পুরহাটের আক্কেলপুর থেকে গ্রেপ্তার হওয়া শিবিরের সাত নেতা-কর্মীর রিমান্ডের আবেদন মঞ্জুর করেছেন আদালত। গতকাল শিবিরকর্মীদের জয়পুরহাট জেলা কারাগার থেকে জ্যেষ্ঠ বিচারিক হাকিম কুমার শিপন মোদকের আদালতে হাজির করা হয়। শিবিরকর্মীদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানালে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। শিবিরকর্মীদের জামিনের আবেদন নাকচ করে দেন আদালত।

No comments:

Post a Comment

মন্তব্য করুন