আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি | তারিখ: ১৩-০৭-২০১০
যুদ্ধাপরাধে অভিযুক্ত প্রায় ৫০ জনের নামের একটি তালিকা পাঠানো হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের অভিবাসন (ইমিগ্রেশন) পুলিশ কার্যালয়ে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই তালিকা পাঠানো হয়। তালিকায় যাঁদের নাম আছে তাঁদের ভারত গমনে বাধা আছে বলে ইমিগ্রেশন পুলিশ জানিয়েছে।
আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের কার্যালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি এ তালিকা পাঠানো হয়। তালিকাভুক্ত ব্যক্তিরা যাতে এই স্থলবন্দর দিয়ে পালিয়ে ভারতে যেতে না পারেন, সে জন্য ইমিগ্রেশন বিভাগকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে।
তালিকায় সাদাকালো ছবিসহ যাঁদের নাম রয়েছে তাঁরা হলেন: গোলাম আযম, মতিউর রহমান নিজামী, সালাউদ্দিন কাদের চৌধুরী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, দেলাওয়ার হোসাইন সাঈদী, মোহাম্মদ কামারুজ্জামান, আবদুল কাদের মোল্লা, মোশারেফ হোসেন শাহজাহান, মীর কাশেম আলী, এ টি এম আজহারুল ইসলাম, আবদুস সুবহান, আজাদ আবুল কালাম, হাবিবুর রহমান, আবদুল জব্বার, ফরিদ উদ্দিন চৌধুরী, সাখাওয়াত হোসেন, রিয়াছাত আলী বিশ্বাস, গিয়াস কাদের চৌধুরী, হাবিবুর রহমান, ফজলুর রহমান, মো. কায়সার, আবদুল আলীম, মিয়া গোলাম পরওয়ার, রফিকুল ইসলাম ও আবদুল হাকিম।
আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশ কার্যালয়ের দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, তালিকা ও নির্দেশ পাওয়ার পর থেকে এখানে কর্মরতরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছেন।
No comments:
Post a Comment
মন্তব্য করুন