আদালত প্রতিবেদক | তারিখ: ১৩-০৭-২০১০
জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে রমনা থানায় করা একটি মামলায় গতকাল চার দিনের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে। একই দিনে পৃথক মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আমির মাওলানা সাইদুর রহমানকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়। জামায়াতে ইসলামীর সঙ্গে জেএমবির যোগাযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে সাইদুর রহমানের রিমান্ড চায় মহানগর গোয়েন্দা পুলিশ।
গাড়িতে আগুন দিয়ে মানুষ হত্যার অভিযোগে রমনা থানায় দায়ের করা মামলায় গতকাল সোমবার মতিউর রহমান নিজামীকে রিমান্ডে নেওয়া হয়েছে। অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. আলী হোসাইন তাঁকে রিমান্ডে নেওয়ার অনুমতি দেন। গত শনিবার আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও দেলাওয়ার হোসাইন সাঈদীকে এ মামলায় রিমান্ডে নেওয়া হয়।
পল্টন থানায় করা তিন মামলায় নয় দিনের রিমান্ড শেষে গতকাল নিজামীকে আদালতে হাজির করা হয়। এ মামলায় তাঁর পক্ষে আইনজীবী আবদুর রাজ্জাক জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর রমনা থানায় দায়ের করা মামলায় তাঁকে রিমান্ডে নেওয়ার অনুমতি চেয়ে পুলিশ আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে করা এক মামলায় গত ২৯ জুন মতিউর রহমান নিজামীসহ জামায়াতের শীর্ষ তিন নেতাকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য পৃথক পাঁচটি মামলায় ১৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
রমনা থানার মামলায় অভিযোগ করা হয়, গত ২৭ জুন হরতালের আগের রাতে ছাত্রশিবির, ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা টঙ্গী ডাইভারসন রোডে একটি ও মগবাজারে ডাক্তারের গলির মুখে অপর একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। এতে ১০ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়। হরতালের আগের দিন আসামিরা একটি সভা করেন। সভায় বলা হয়, যে ব্যক্তি একটি গাড়িতে আগুন দিতে পারবে, তাদের তিন হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে।
অভিযোগে আরও বলা হয়, আসামিদের উসকানি ও নির্দেশনায় জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে রমনা এলাকায় গাড়ি পুড়িয়ে চালক সুজন ও ফারুককে হত্যার চেষ্টা করা হয়। অগ্নিদগ্ধ ফারুক পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় রমনা থানার পুলিশ বাদী হয়ে মামলাটি করে।
জেএমবির আমির রিমান্ডে: জেএমবির নেতা মাওলানা সাইদুর রহমানকে গতকাল আদালতে হাজির করে রাষ্ট্রের নিরাপত্তা বিনষ্ট করার অভিযোগে করা মামলায় সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে ডিবি পুলিশ। মহানগর হাকিম কামরুন্নাহার রুমী চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডের আবেদনে পুলিশ তাঁকে জামায়াতের সঙ্গে জেএমবির সংশ্লিষ্টতার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে আদালতকে জানায়।
No comments:
Post a Comment
মন্তব্য করুন