নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে জামায়াত নেতা অধ্যাপক মফিজুর রহমানসহ জামায়াত-শিবিরের আরো ১৩ কর্মীর রিমান্ড মঞ্জুর করা হয়েছে। গতকাল রবিবার মহানগর হাকিম ফজলুল বারী এ রিমান্ড মঞ্জুর করেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী কালের কণ্ঠকে জানান, নগরীর ডবলমুরিং থানার বিস্ফোরক ও ভাঙচুরের মামলায় মহানগর জামায়াতের শুরা সদস্য অধ্যাপক মফিজুর রহমানসহ ১১ শিবির কর্মীর পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে নগরীর হালিশহর থানার সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া মামলায় দুই জামায়াত কর্মীর ১০ দিনের রিমান্ডের আবেদন করা হলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় আসামিদের জামিনের আবেদন করা হলে তা নাকচ করে দেন আদালত।
উল্লেখ্য, ৪ জুলাই নগরীর হালিশহর ও ডবলমুরিং এলাকায় লাঠি নিয়ে বিক্ষোভ মিছিল, দোকানপাট লুট ও অর্ধশত গাড়ি ভাঙচুর করে জামায়াত-শিবির কর্মীরা। এ ঘটনায় পুলিশ পৃথক দুটি মামলা দায়ের করে।
No comments:
Post a Comment
মন্তব্য করুন