নিজস্ব প্রতিবেদক, বগুড়া
নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) বর্তমান সাংগঠনিক প্রধান ভাগ্নে শহীদ ওরফে আনোয়ার আলম খোকাকে তৃতীয়বারের মতো তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাকে বগুড়া বিচার বিভাগীয় আদালতে হাজির করে পুলিশ সাত দিনের রিমান্ড চাইলে বিচারক মো. হাসানুজ্জামান তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ নিয়ে তাকে তিন দফায় মোট ১১ দিনের রিমান্ডে নেওয়া হলো।
মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. আবদুর রশীদ সরকার বলেন, গত তিন দিনের রিমান্ডে উল্লেখযোগ্য কোনো তথ্য না পাওয়ায় আবারও তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান, ভাগ্নে শহীদকে জয়েন্ট ইন্টারোগেশন সেলে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় নেওয়ার কথা রয়েছে। এ জন্য আবারও তাকে রিমান্ডে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, প্রথম দফায় অস্ত্র মামলায় বগুড়া গোয়েন্দা পুলিশ ১৪ জুলাই ভাগ্নে শহীদকে পাঁচ দিনের রিমান্ডে নেয়। ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য ১৬ জুলাই বগুড়া থেকে ঢাকা মহানগর গোয়েন্দা অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে ১৮ জুলাই আবারও ভাগ্নে শহীদকে বগুড়ায় নিয়ে আসা হয়। এরপর ১৯ জুলাই একই মামলায় দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। গতকাল আবারও একই মামলায় আরো তিন দিনের রিমান্ডে নেওয়া হলো। পুলিশ সদর দপ্তরের বিশেষ গোয়েন্দা শাখা ও বগুড়া জেলা পুলিশ ১২ জুলাই সন্ধ্যায় যৌথ অভিযান চালিয়ে বগুড়া-রংপুর বাইপাস সড়কের ছিলিমপুর এলাকায় যাত্রীবাহী বাস থেকে একটি পিস্তল ও তিনটি গুলিসহ ভাগ্নে শহীদকে গ্রেপ্তার করে।
কালিহাতীতে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ৭
টাঙ্গাইল প্রতিনিধি জানান, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পটল গ্রাম থেকে গতকাল জঙ্গি সন্দেহে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন গাইবান্ধার তুলসীঘাটের হাফেজ ইসমাইল, একই এলাকার নূরুন্নবী শেখ, হজরত আলী, গাইবান্ধার সাদুল্যাপুরের আবদুল করিম, দুর্গাপুরের আজিজুর রহমান, রাজশাহীর বাগমারা উপজেলার বসন্তপুর গ্রামের নজরুল ইসলাম ও টাঙ্গাইলের বাসাইল উপজেলার পৌলী গ্রামের শাহাবুদ্দীন।
No comments:
Post a Comment
মন্তব্য করুন