18 July 2010

বরিশালে মসজিদে জামায়াতপন্থী কাজিদের বৈঠক!

রফিকুল ইসলাম, বরিশাল

বরিশাল জেলা মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার (কাজি) সমিতির জামায়াতপন্থী সদস্যরা গত বৃহস্পতিবার স্থানীয় একটি মসজিদে বৈঠক করেছেন। নগরীর হেমায়েত উদ্দিন রোডে জামে কসাই মসজিদে এ বৈঠক অনুষ্ঠিত হয়, চলে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত। এতে জেলার ২৬ জন কাজি অংশ নেন, যাঁদের অধিকাংশই জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত।

নিজস্ব কার্যালয় থাকতেও মসজিদে কেন বৈঠক করা হলো_জানতে চাইলে কাজি আমানউল্লাহ আমান কোনো উত্তর দেননি। তিনি দাবি করেন, তাঁরা পুলিশের অনুমতি নিয়ে বৈঠক করেছেন। কিন্তু কোনো অনুমতিপত্র দেখাতে পারেননি। এ ব্যাপারে পুলিশও কিছু জানে না বলে কর্মকর্তারা জানিয়েছেন।

মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার (কাজি) সমিতির সভাপতি ও জামায়াতের শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা কাজি আমানউল্লাহ আমান কালের কণ্ঠকে বলেন, 'মহাজোট সরকারের আমলে আমাদের সমিতির মাধ্যমে অর্জিত কর্মকাণ্ড নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এ ছাড়া আগামী ২৪ জুলাই মাননীয় মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদের সঙ্গে আমাদের সৌজন্য সাক্ষাতের বিষয় নিয়ে কথা হয়েছে।'

নাম প্রকাশ না করার শর্তে একাধিক গোয়েন্দা কর্মকর্তা জানান, বিভিন্ন সময় জামায়াতের কর্মসূচিতে যাঁরা নেতৃত্ব দিতেন, তাঁদের অনেককেই বৈঠকে দেখা গেছে। বিষয়টি সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। কিন্তু তাঁরা কোনো ধরনের পদক্ষেপ গ্রহণের অনুমতি দেননি।

খোঁজ নিয়ে জানা গেছে, কাজি আমানউল্লাহ আমান ২২ নম্বর ওয়ার্ড জামায়াতের সঙ্গে সম্পৃক্ত। ৬ নম্বর ওয়ার্ডের কাজি মাওলানা আব্দুল মতিন, ৮ নম্বর ওয়ার্ডের কাজি মাওলানা ফারুক, ৯ নম্বর ওয়ার্ডের কাজি মাওলানা আব্দুর রাজ্জাক, ১৩ নম্বর ওয়ার্ডের কাজি মাওলানা আবুল ফারাহ সরাসরি জামায়াতের সঙ্গে জড়িত।

মহানগর জামায়াতের সেক্রেটারি আমিনুল ইসলাম খসরু কালের কণ্ঠকে বলেন, 'কাজি আমানউল্লাহ আমান জামায়াতের শ্রমিক সংগঠনের নেতা। কিন্তু এখন ঠিক কোন পদে আছেন তা বলতে পারব না।' কাজি সমিতির সাংগঠনিক সম্পাদক, সদস্য সচিবও জামায়াতের সঙ্গে সম্পৃক্ত বলে তিনি নিশ্চিত করেন।

মহানগর পুলিশের সহকারী কমিশনার আ ফ ম আনোয়ার হোসাইন খান বলেন, 'পুলিশের অনুমতি নিয়ে জামে কসাই মসজিদে কাজি সমিতি সভা করেছে বলে আমার জানা নেই। তবে বিষয়টি আমি দেখছি।'

No comments:

Post a Comment

মন্তব্য করুন