আহমেদ কুতুব, চট্টগ্রাম
চট্টগ্রাম কলেজের তিনটি এবং হাজী মুহম্মদ মহসিন কলেজের দুটি ছাত্রাবাস ও একটি ডরমেটরিতে শিবির ক্যাডাররা কিছুদিন ধরে সরকারবিরোধী নানা তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। জামায়াত নেতা নিজামী, মুজাহিদ ও সাঈদী গ্রেপ্তার হওয়ার পর নগরীতে দলের তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলে অংশ নেয় এ দুটি কলেজের আবাসিক ছাত্ররা। দুটি কলেজের ছাত্রাবাস ও ডরমেটরির প্রায় ৭২০টি আবাসিক সিটের প্রায় সবই শিবির ক্যাডারদের দখলে।
এ প্রসঙ্গে চট্টগ্রাম মহানগর উপপুলিশ কমিশনার (উত্তর) প্রকৌশলী বনজ কুমার মজুমদার কালের কণ্ঠকে বলেন, 'চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজের ছাত্রাবাসগুলোতে ছাত্রশিবিরের বহিরাগত নেতা-কর্মীরা প্রায়ই আসা-যাওয়া করছে। তাঁরা ছাত্রাবাসে অবস্থানরত নেতা-কর্মীদের নিয়ে গোপনে বৈঠক করছেন_এ রকম বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের কাছে আছে। তথ্যগুলো যাচাই-বাছাই করা হচ্ছে, নিশ্চিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।'
এ ব্যাপারে গতকাল বুধবার বিকেল ৩টায় চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখর দস্তিদারের সঙ্গে কথা বলতে তাঁর মোবাইলে ফোনে যোগাযোগ করা হয়। কিন্তু তিনি কথা বলতে অস্বীকৃতি জানিয়ে সংযোগ বিচ্ছিন্ন করেন।
মহসিন কলেজের হোস্টেল সুপার ও ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান নুরুন নবী বলেন, 'মহসিন কলেজের হোস্টেলে বহিরাগত শিবির ক্যাডার অবস্থান করছে কিংবা আসা-যাওয়া করছে_এ রকম কোনো তথ্য আমার কাছে নেই। তবে এ কলেজ শিবির-নিয়ন্ত্রিত, তাই ছাত্রাবাসের বৈধ নেতা-কর্মীরা বৈঠক বা রাজনীতি নিয়ে কথাবার্তা বলতে পারে। এমন বৈঠক তো প্রায় সময়ই হয় বলে জানি।'
কলেজ দুটির কয়েকজন আবাসিক ছাত্র নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে কালের কণ্ঠকে বলেন, 'চট্টগ্রাম কলেজের বাংলা বিভাগের মাস্টার্স শেষ পর্বের শিক্ষার্থী ও সোহরাওয়ার্দী ছাত্রাবাসের আবাসিক ছাত্র মুহাম্মদ আলী শামীম, অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মোহাম্মদ মোজাহিদ ও মাছুম আদেল ছাত্রাবাসে শিবির ক্যাডারদের নিয়ে ঘন ঘন গোপন বৈঠক করেন। এ ছাড়া মহসিন কলেজের নেতা-কর্মীদের সংগঠিত করছেন ছাত্রাবাসের আবাসিক ছাত্র রেজাউল করিমসহ কয়েকজন শিবির ক্যাডার।'
চট্টগ্রাম কলেজ ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ মুহাম্মদ শোয়াইব বলেন, 'কলেজের ছাত্রাবাসগুলোতে শিবিরের বহিরাগত কেউ আসেনি বা বৈঠক করেনি। ছাত্রাবাসে শিবিরের যে নেতা-কর্মীরা বৈধভাবে অবস্থান করছে, তাঁরা সংগঠনের রুটিন বৈঠকসহ নানা কর্মকাণ্ড পরিচালনা করছে। কলেজকেন্দ্রিক রাজনীতির বাইরে আমরা কোনো তৎপরতা চালাচ্ছি না।'
No comments:
Post a Comment
মন্তব্য করুন