আদালত প্রতিবেদক
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা'আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সাবেক শীর্ষ নেতা সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইয়ের দুই সহযোগীকে ঢাকার একটি আদালত ৩৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন। গতকাল বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক রেজাউল ইসলাম অবৈধ অস্ত্র ও গুলি রাখার অপরাধে দায়ের করা মামলার রায়ে এ দণ্ড দেন। তবে বাংলা ভাইয়ের স্ত্রী ফারজানা আক্তার ওরফে ফাহিমা খাতুনকে এ মামলায় খালাস দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত্ত দুই জেএমবি সদস্য হলো ময়মনসিংহের মুক্তাগাছা থানার রামপুরা গ্রামের মো. মাসুদ ওরফে আ. রউফ ও চান মিয়া। ২০০৬ সালের ৬ মার্চ র্যাব সদস্যরা সিদ্দিকুল ইসলাম বাংলা ভাই, মাসুদ ওরফে আ. রউফ ও চান মিয়াকে গ্রেপ্তার করে।
No comments:
Post a Comment
মন্তব্য করুন