23 July 2010

রক্ষীবাহিনীর অপরাধের বিচারও আগামীতে হবে : জামায়াত

নিজস্ব প্রতিবেদক

জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম দাবি করেছেন, জঙ্গিবাদের সঙ্গে তাঁর দলের কোনো সম্পর্কে নেই। বরং জঙ্গিবাদ শব্দটি '৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন তাঁরা শুনতে পেয়েছেন। তখনই এ দেশে জঙ্গিবাদের জন্ম হয়েছে। গতকাল শুক্রবার ঢাকায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে 'ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্ট'-এর নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ টি এম আজহারুল ইসলাম বলেন, দেশ পরিচালনায় ব্যর্থতা ঢাকতে আওয়ামী লীগ যুদ্ধাপরাধীদের বিচারের তোড়জোড় শুরু করেছে। তিনি বলেন, ১৯৭২ থেকে '৭৫ পর্যন্ত সাড়ে তিন বছরে রক্ষীবাহিনীর হাতে ৪০ হাজার রাজনৈতিক নেতা-কর্মীর হত্যার ঘটনাও মানবতাবিরোধী অপরাধ। বর্তমানে সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে বিরোধী দলের নেতা-কর্মীদের হত্যা করছে। তিনি বলেন, 'ভবিষ্যতে এসব মানবতাবিরোধী অপরাধের বিচার হবে ইনশাআল্লাহ।'

ঢাকা মহানগর জামায়াতের সেক্রেটারি ও সংসদ সদস্য হামিদুর রহমান আযাদের সভাপতিত্বে সভায় সহকারী সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান বক্তব্য দেন। ইঞ্জিনিয়ার্স ফোরামের নেতাদের মধ্যে প্রকৌশলী শেখ আল-আমিন, সড়ক ও জনপথ অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী মো. ইসহাক, স্কোয়াড্রন লিডার (অব.) খাজা মাঈনুদ্দিন প্রমুখ বক্তব্য দেন।

No comments:

Post a Comment

মন্তব্য করুন