7 July 2010

গাড়ি ভাঙচুরকারীদের পিটিয়ে শুইয়ে দিতে পুলিশ কর্মকর্তার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

গতকাল মঙ্গলবার দুপুর ১২টা ৪০ মিনিট। হঠাৎ পুলিশ কন্ট্রোল রুম থেকে পুলিশ সদস্যদের ওয়্যারলেসে ভেসে এল একটি নির্দেশ। 'সিএমপি ১২ থানার অফিসার ইনচার্জ, বিভিন্ন স্থানে দায়িত্ব পালনরত টহল টিমের কর্মকর্তারা ওয়্যারলেস অন করে 'ভিক্টর মাইক-ওয়ানের' ম্যাসেজ রিসিভ করুন।'

কন্ট্রোল রুমের ঘোষণা শেষ হওয়ার আগেই কোনো রকম রাখ-ঢাক না রেখে 'ভিক্টর মাইক-ওয়ান' অর্থাৎ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান বলতে শুরু করলেন, 'গাড়ি ভাঙচুর, রাস্তা অবরোধে জিরো টলারেন্স। যারা গাড়িতে হাত দেওয়ার চেষ্টা করবে তাদের পিটিয়ে শুইয়ে দাও। সোজা মাটিতে শুইয়ে দাও। কোনো ছাড় নয়। যারা জড়িত, তাদের গ্রেপ্তার করা চাই।'

সিএমপি কমিশনারের এই নির্দেশ শুনে অন্য পুলিশ সদস্যরাও কিছুটা চমকে ওঠেন। কমিশনারের নির্দেশ পাওয়ার পর পরই নগরীর প্রধান সড়কগুলোতে পুলিশের তৎপরতা বেড়ে যায়। চট্টগ্রামে হঠাৎ করে জামায়াত-শিবিরের কর্মীরা আগ্রাসী হয়ে গণহারে গাড়ি ভাঙচুরসহ অস্থিতিশীল অবস্থার সৃষ্টি করায় পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান এই নির্দেশ দিয়েছেন বলে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা কালের কণ্ঠকে জানান।

No comments:

Post a Comment

মন্তব্য করুন