7 July 2010

খুলনায় সংঘর্ষ: মহানগর জামায়াত আমিরসহ ১০ জন তৃতীয় দফা রিমান্ডে

খুলনা অফিস

খুলনা মহানগর জামায়াতে ইসলামীর আমির মিয়া গোলাম পরওয়ারসহ ১০ জনকে তৃতীয় দফা রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে খুলনা মুখ্য মহানগর হাকিমের আদালতে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের হাজির করা হয়। দ্রুত বিচার আইনের মামলায় তাঁদের চার দিনের রিমান্ডের আবেদন করা হলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে নতুন করে গ্রেপ্তার তিনজনের তিন দিনের রিমান্ড শেষে একই আদালত তাঁদের জেলহাজতে পাঠিয়েছেন। আজ বুধবার দ্রুত বিচার আইনের মামলায় তাদের আবারও আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের ওপর হামলার ঘটনায় করা পৃথক দুটি মামলায় দুই দফায় চার দিন রিমান্ডের পর তৃতীয় দফায় মহানগর জামায়াতের আমির মিয়া গোলাম পরওয়ারসহ জামায়াত-শিবিরের ১০ জনকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। অন্য আসামিরা হলেন আজিজুল ইসলাম ফারাজী, শেখ সিরাজুল ইসলাম, তাওহিদুল ইসলাম, শেখ ফরিদউদ্দিন, রেজাউল করীম, ইমরান খালিদ, ইমরান হোসেন, শাহ মাখদুম, সাইফুল হাসান। এঁদের দ্রুত বিচার আইনের মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে।

নতুন করে গ্রেপ্তার ডা. কাজী ইয়াছিন উদ্দিন আহমেদ, মাওলানা মনিরুজ্জামান ও এম জি সরোয়ারকে তিন দিনের রিমান্ড শেষে গতকাল বিকেলে আদালতে হাজির করা হয়। আদালত তাঁদের জেলহাজতে পাঠান।

No comments:

Post a Comment

মন্তব্য করুন