23 July 2010

সরকারবিরোধী পোস্টার লাগানোর সময় চট্টগ্রামে জামায়াত নেতা গ্রেপ্তার



নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম | তারিখ: ২৪-০৭-২০১০

জামায়াতে ইসলামীর চট্টগ্রাম নগরের চান্দগাঁও আবাসিক এলাকা শাখার আমির মো. শাহ আলমকে পুলিশ গতকাল শুক্রবার দুপুরে গ্রেপ্তার করেছে। সরকারের বিরুদ্ধে আপত্তিকর পোস্টার লাগানোর সময় তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক প্রথম আলোকে বলেন, শাহ আলম চান্দগাঁও আবাসিক এলাকায় সরকারের বিরুদ্ধে আপত্তিকর পোস্টার লাগাচ্ছিলেন। এ সময় পুলিশ তাঁকে হাতেনাতে ধরে ফেলে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে গতকাল নগরের বিভিন্ন মসজিদে জামায়াত ও ছাত্রশিবিরের কর্মী-সমর্থকেরা সরকারবিরোধী প্রচারপত্র বিলি করেছেন। তবে পুলিশ তাঁদের ধরতে পারেনি।

No comments:

Post a Comment

মন্তব্য করুন