কালের কণ্ঠ ডেস্ক
দেশের বিভিন্ন স্থানে গত দুই দিনে জামায়াত-শিবিরের মোট ৪৬ জন নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে গতকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় ২০ জন, কিশোরগঞ্জ ও নরসিংদীতে ১৪ জন ও নওগাঁ থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে শুক্রবার রাতে জয়পুরহাট থেকে সাতজন ও ঝালকাঠি থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে পোস্টার লাগানো, গোপনে বৈঠক ও পুলিশের কাজে বাধা দেওয়াসহ বিভিন্ন অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর :
ব্রাহ্মণবাড়িয়া : গতকাল ব্রাহ্মণবাড়িয়ায় 'রাষ্ট্রবিরোধী' গোপন বৈঠক চলাকালে ২০ জামায়াত-শিবির ক্যাডারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পৌর এলাকার কাজীপাড়ার পৌর কাউন্সিলর ও বিএনপি নেতা অ্যাডভোকেট শাহ আলম খন্দকারের বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হচ্ছে ইসলামী ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি রাশেদুল কবির রানা, পৌর ছাত্রশিবিরের সেক্রেটারি খালেদ সাইফুল্লাহ, জামাতের কেন্দ্রীয় নেতা লোকমান হোসেন, শিবির ক্যাডার রহমতুল্লাহ, ইমরান, মকবুল, রাহাত, জিয়াউল, সোহেল, আবদুল হামিদ, নাছির, রোমান, ফারুক, সলিম, সাবি্বর, আনাস, আবদুল্লাহ, মুছা, বিল্লাল ও রিফাত। রিফাত ঢাকায় কর্মরত পুলিশের এসবির ইন্সপেক্টর হাবিবুর রহমানের ছেলে।
কিশোরগঞ্জ : জামায়াত নেতা নিজামী, মুজাহিদ ও সাঈদীর মুক্তি দাবি করে পোস্টার লাগানোর সময় গতকাল ভোরে ইসলামী ছাত্রশিবিরের সাত নেতাকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলো জেলা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক বরকতউল্লাহ, পৌর শাখার সভাপতি আবদুল্লাহ মো. তাহের, মাসুদ, খালিদ, সাজিদ, ইউসুফ ও সাদ্দাম।
নরসিংদী : নরসিংদীতে গ্রেপ্তার ব্যক্তিরা হলো শামীম, বোরহান, রুবেল, তরিকুল, আমিনুল, মোবারক ও ইসমাইল। তারা জেলার জামিয়া কাশিমিয়া মাদ্রাসাসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী। তারা পুলিশ ও সাংবাদিকদের সামনে নিজেদের শিবিরকর্মী হিসেবে স্বীকার করেছে।
নওগাঁ : নওগাঁয় গ্রেপ্তার ব্যক্তিরা হলো রহিম, হাবিব ও রশীদ। গতকাল ভোর ৬টার দিকে শহরের দয়ালের মোড়ে পোস্টার লাগানোর সময় তাদের গ্রেপ্তার করা হয়।
জয়পুরহাট : আক্কেলপুর উপজেলার রোয়ার গ্রামের শাহ সেকেন্দার জামে মসজিদে শুক্রবার রাতে বৈঠক করার সময় পুলিশ অভিযান চালিয়ে আক্কেলপুর থানা ছাত্রশিবিরের সভাপতি-সম্পাদকসহ সাত শিবির ক্যাডারকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলো আল মামুন, মোতাছিম, হাবিবুর, ফরহাদ, ফরহাদুল, মিজানুর ও আফতাব।
ঝালকাঠি : পুলিশের কাজে বাধা প্রদানের মামলায় ঝালকাঠিতে জামায়াতে ইসলামীর নেতা মজিবুর রহমান ও নাসির উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে শহরের কিফাইতনগর ও কৃষ্ণকাঠির বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল ঝালকাঠির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক আবু জাফর নোমানী তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
No comments:
Post a Comment
মন্তব্য করুন