2 July 2010

সিলেটে অর্থমন্ত্রীর বাসভবনে জামায়াতের ইটপাটকেল, গাড়ি ভাঙচুর


প্রথম আলো ডেস্ক | তারিখ: ০২-০৭-২০১০


সিলেটে বিক্ষোভ মিছিল করতে না দেওয়ায় জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা গতকাল বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বাসভবনে ইটপাটকেল নিক্ষেপ করেছেন। এ সময় তাঁরা জরুরি বিদ্যুৎ সরবরাহের একটি জিপসহ ১০টি গাড়ি ভাঙচুর করেন।

এদিকে সিলেট, শেরপুর, চট্টগ্রামের সীতাকুণ্ড ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা থেকে জামায়াতে ইসলামী, ছাত্রশিবিরের নেতা-কর্মীসহ ২৯ জনকে আটক করেছে পুলিশ। পুলিশের অনুমতি ছাড়া বিক্ষোভ মিছিল করে আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত বুধবার তাঁদের আটক করা হয়।

অন্যদিকে দেশের বিভিন্ন স্থান থেকে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করে গত বুধ ও গতকাল বৃহস্পতিবার ৮৫ জনকে আদালতে পাঠানো হয়। এর মধ্যে আদালত ৬৬ জনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন, নয়জনের জামিন আবেদন এবং ১০ জনের রিমান্ড মঞ্জুর করেন।

আসামিদের বিরুদ্ধে প্রশাসনের অনুমতি ছাড়া বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর, পুলিশের সঙ্গে সংঘর্ষ ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। অনেককে যুবলীগের নেতাসহ বিভিন্ন ব্যক্তির দায়ের করা হামলা, চুরিসহ বিভিন্ন পুরোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় গত মঙ্গলবার জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমানী নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী গ্রেপ্তার হন। এর প্রতিবাদে দলটির নেতা-কর্মীরা গত মঙ্গলবার ও বুধবার সারা দেশে বিক্ষোভ মিছিল, সমাবেশ এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এ ঘটনায় পুলিশ খুলনা মহানগর জামায়াতে ইসলামীর আমির মিয়া গোলাম পরওয়ার, কুষ্টিয়া জেলা জামায়াতের আমির আবদুল ওয়াহেদসহ ১৮৫ জনকে গ্রেপ্তার করে।

ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সিলেট: গতকাল দুপুরে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে বন্দরবাজার থেকে মিছিল বের করা হয়। মিছিলটি নগরের কোর্ট পয়েন্ট এলাকার দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় জামায়াতের কর্মীরা পুলিশকে ধাওয়া করে এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে পাঁচজন পথচারী আহত হন। পরে জামায়াত ও শিবিরের কর্মীরা মিছিল নিয়ে ধোপাদীঘিরপাড়ে গিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বাসভবনে ‘হাফিজ কমপ্লেক্স’-এর প্রধান ফটকে ধাক্কা দেন। এ সময় বাড়ির নিরাপত্তাকর্মীরা ফটক বন্ধ করে দিলে মিছিল থেকে কয়েক দফায় ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এ সময় পুলিশ তাঁদের ধাওয়া দিয়ে তাড়িয়ে দেয়। মহানগর পুলিশের উপকমিশনার আহসান হাবিব অর্থমন্ত্রীর বাসভবনে ইটপাটকেল নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে কানাইঘাট উপজেলার গাছবাড়ী এলাকায় গতকাল দুপুরে জামায়াত-বিএনপি-আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। বিক্ষুব্ধ জামায়াত-বিএনপির কর্মীরা গাছবাড়ী এলাকায় আওয়ামী লীগের একটি ইউনিয়ন কার্যালয় ভাঙচুর করেছে। সংঘর্ষ থামাতে ১২ জনকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ।
খুলনা: খুলনায় জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ার, সরকারি বিএল কলেজ ছাত্রশিবিরের সভাপতি আজিজুল ইসলাম ফরাজীসহ ১০ জনকে দুটি পৃথক মামলায় গতকাল এক দিন করে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। খুলনা মুখ্য মহানগর হাকিম মো. বারেকুজ্জামান এ রিমান্ড মঞ্জুর করেন।

শেরপুর: শেরপুর সদর ও নালিতাবাড়ী থানার পুলিশ গত বুধবার গভীর রাতে শেরপুর শহরের বিভিন্ন এলাকা থেকে শেরপুর জেলা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নয়জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে রয়েছেন শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি আবদুল বাতেন, নালিতাবাড়ী পৌর জামায়াতের সেক্রেটারি মো. আইয়ুব আলী। সদর থানা পুলিশ গতকাল শেরপুরের দ্রুত বিচার ট্রাইব্যুনালে তাঁদের বিরুদ্ধে সাত দিনের রিমান্ডের আবেদন করে। আদালত আগামী রোববার রিমান্ডের ওপর শুনানির দিন ধার্য করেন এবং আসামিদের জামিনের আবেদন নামঞ্জুর করেন। পরে তাঁদের শেরপুর জেলহাজতে পাঠানো হয়।

সীতাকুণ্ড (চট্টগ্রাম): সীতাকুণ্ড থানায় দ্রুত বিচার আইনে করা মামলায় উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি গিয়াস উদ্দীন, দপ্তর সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলামসহ জামায়াত ও শিবিরের সাত নেতা-কর্মীকে বুধবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল তাঁদের জেলহাজতে পাঠানো হয়।
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): গত মার্চ মাসে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় নবীনগর উপজেলার বাঙ্গুরা গ্রামের জামায়াতের সমর্থক আবুল কাশেমকে গত বুধবার গ্রেপ্তার করা হয়েছে। গতকাল তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।

রাজশাহী: রাজশাহীতে গত বুধবার রাতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় গতকাল দ্রুত বিচার আইন ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে দুটি মামলা করেছে বোয়ালিয়া থানার পুলিশ। এতে গ্রেপ্তার হওয়া রাজশাহী মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি আবু বকর সিদ্দিকসহ ছয় নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। গতকাল তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।

কুষ্টিয়া: জামায়াতে ইসলামীর গ্রেপ্তার হওয়া ২৮ জন নেতা-কর্মীকে গত বুধবার কুষ্টিয়া জেলহাজতে পাঠানো হয়েছে। এর মধ্যে জেলা জামায়াতের আমির আবদুল ওয়াহেদ ও নায়েবে আমির ফরহাদ হুসাইনকে বিক্ষোভ ও যানবাহন ভাঙচুর, জনগণের প্রতিবন্ধকতাসহ পুলিশের কাজে বাধা দেওয়া, কুমারখালী পৌর কমিটির ভারপ্রাপ্ত আমির আবদুল বারী পাটোয়ারীর বিরুদ্ধে কুমারখালী পৌর মসজিদের সামনে বিক্ষোভ ও মারামারি করার অভিযোগে মামলা এবং ভেড়ামারা পৌর আমির হারুন-অর-রশীদকে বিস্ফোরকদ্রব্য আইনে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

নাটোর: জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি জেনারেল আবদুল আউয়াল, দপ্তর সম্পাদক সাদেকুর রহমান ও রুহুল কুদ্দুস মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কাজী রিয়াজুল হকসহ ছয় নেতা-কর্মীকে জেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলামের দায়ের করা গাড়িতে হামলা করার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালত গতকাল তাঁদের জামিন মঞ্জুর করেন।

বরগুনা: পাথরঘাটা উপজেলায় গতকাল জামিন পেয়েছেন পাথরঘাটা সিদ্দিকিয়া মাদ্রাসার শিক্ষক জামায়াতের সমর্থক মো. ইয়াছিন, ছাত্রশিবিরের কর্মী গোলাম কিবরিয়া ও নাজমুল হোসেন।

পাবনা: জেলা জামায়াতের আমির আবদুর রহিম, সদর উপজেলা জামায়াতের আমির আবদুল গফফারসহ ২০ জন ও জামায়াতের ২৫০ জন অজ্ঞাত নেতা-কর্মীকে আসামি করে গতকাল দ্রুত বিচার আইনে মামলা করেছে পুলিশ। এ মামলায় গ্রেপ্তার হওয়া আবদুল গফফারসহ ১১ জন নেতা-কর্মীকে গতকাল জেলহাজতে পাঠানো হয়েছে।

No comments:

Post a Comment

মন্তব্য করুন