30 July 2010

পাবনায় জামায়াত নেতা কলেজ পরিচালনা পরিষদ থেকে বাদ

পাবনা অফিস | তারিখ: ৩০-০৭-২০১০

যুদ্ধাপরাধের অভিযোগে পাবনার ইমাম গাজ্জালী স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পরিষদ থেকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আব্দুস সোবাহানকে বাদ দিয়ে নতুন কমিটি ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী। পাবনা-৫ আসনের সাংসদ গোলাম ফারুক খোন্দকারের এক আবেদনের পরিপ্রেক্ষিতে বোর্ড কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।

গত ১৯ জুন সাংসদ তাঁর আবেদনে রাজশাহীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডকে জানান, পাবনা-৫ নির্বাচনী এলাকায় অবস্থিত ইমাম গাজ্জালী স্কুল অ্যান্ড কলেজটি বিগত চারদলীয় জোট সরকারের সময় থেকে স্বাধীনতা বিরোধীদের দ্বারা পরিচালিত হচ্ছে। ওই সময় থেকে প্রতিষ্ঠানটির সভাপতির দায়িত্বে রয়েছেন মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী ও জামায়াত নেতা মাওলানা আব্দুস সোবাহান। যাকে ধর্ষণ, লুটপাট, হত্যা ও অগ্নিসংযোগের অভিযোগে সরকার যুদ্ধাপরাধের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। কাজেই ওই প্রতিষ্ঠান থেকে এই জামায়াত নেতাকে বাদ দেওয়া উচিত।

No comments:

Post a Comment

মন্তব্য করুন