29 July 2010

মতিঝিলে পাঁচ জামায়াত কর্মী আটক

Thu, Jul 29th, 2010 8:55 pm BdST

ঢাকা জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাস্তা অবরোধ করে মিছিল ও পুলিশের উপর হামলার অভিযোগে মতিঝিল থেকে জামায়াতে ইসলামীর পাঁচ কর্মীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে শাপলা চত্বর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মতিঝিল থানার ওসি মো. তোফাজ্জল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দলের শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে ঢাকা মহানগর জামায়াতের মহাসচিব এএইচএম হামিদুর রহমান আজাদের নেতৃত্বে মতিঝিলের সিটি সেন্টারের সামনে থেকে জামায়াত নেতাকর্মীরা একটি মিছিল বের করে।

মিছিলটি মতিঝিলের শাপলা চত্বরের দিকে যেতে থাকলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় তারা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করে।

তিনি বলেন, "ঘটনাস্থল থেকে আমরা পাঁচজনকে আটক করেছি। এদের মধ্যে যাচাই বাছাই করে রাতেই আজাদসহ আটককৃতদের বিরুদ্ধে একটি মামলা করা হবে।"

ওসি জানান, মামলায় পুলিশের উপর হামলা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ আনা হবে।

গত ২৯ জুন জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মামলায় গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/জেবি/এইচএ/২০৪৩ন ঘ.

No comments:

Post a Comment

মন্তব্য করুন