20 July 2010

পৃথক মামলায় আরো তিন দিনের রিমান্ডে চার জামায়াত নেতা

আদালত প্রতিবেদক

জামায়াতে ইসলামীর চার শীর্ষ নেতাকে আলাদা তিনটি মামলায় তিন দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত তিনটি আলাদা মামলায় তাঁদের প্রত্যেকের রিমান্ড মঞ্জুর করেন।

উত্তরা থানায় দায়ের করা সরকার উৎখাতের ষড়যন্ত্র মামলায় তিন দিনের রিমান্ড শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে গতকাল আদালতে হাজির করা হয়। মহানগর হাকিম আবদুর রহিম জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে বিমানবন্দর থানায় দায়ের হওয়া উত্তরা ষড়যন্ত্র মামলায় আলী আহসান মুজাহিদকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তদন্ত কর্মকর্তা মনজিল মোরশেদ এ মামলায় মুজাহিদকে গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে মহানগর হাকিম কামরুন নাহার রুমি তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। সাবেক জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানসহ ১৬ জন সরকারি আমলা এ মামলার আসামি।

এ ছাড়া অধ্যাপক হুমায়ুন আজাদকে হত্যাচেষ্টা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাঈদীকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান সাঈদীকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করলে মহানগর হাকিম এস কে তোফায়েল হাসান তিন দিন মঞ্জুর করেন।

ওদিকে মুক্তিযুদ্ধের সময় গণহত্যার অভিযোগে পল্লবী থানায় দায়ের করা হত্যা মামলায় পাঁচ দিনের পুলিশি রিমান্ড শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লাকে গতকাল আদালতে হাজির করা হয়। এই মামলায় ফের রিমান্ডের আবেদন না থাকায় আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে রাষ্ট্রপতির গাড়িবহরে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে পল্টন থানায় দায়ের করা মামলায় তাঁদের দুজনকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানা পুলিশের উপপরিদর্শক সামছুর রহমান ১০ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে মহানগর হাকিম ড. আবদুল মজিদ তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

No comments:

Post a Comment

মন্তব্য করুন