নিজস্ব প্রতিবেদক
সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে জামায়াত বলেছে, কোথায় আঘাত করেছেন, তা ভেবে দেখুন। প্রধানমন্ত্রীর উদ্দেশে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মুজিবুর রহমান বলেন, 'দয়া করে দেশ ঠাণ্ডা করেন, মন্ত্রীদের বেফাঁস মন্তব্য বন্ধ করেন। যে রাস্তা করছেন, দেশে আগুন লাগবে।' গতকাল বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দলের শীর্ষস্থানীয় পাঁচ নেতার মুক্তির দাবি এবং তাঁদের ভাষায় সরকারের জুলুম ও নির্যাতনের প্রতিবাদে ঢাকা মহানগর জামায়াত এ সমাবেশের আয়োজন করে। এতে জামায়াত নেতারা তাঁদের শীর্ষস্থানীয় পাঁচ নেতাকে রিমান্ডে নিয়ে নির্যাতন, নেতাদের ছেলে ও স্বজনদের গ্রেপ্তার এবং সরকারের বিরুদ্ধে 'বাকশালী' আচরণের অভিযোগ করে কঠোর ভাষায় সমালোচনা করেন। সরকারের উদ্দেশে অধ্যাপক মুজিব বলেন, 'আপনারা আমাদের নেতৃত্বশূন্য করতে চান, কিন্তু আপনাদের নেতৃত্ব কত দূর থাকে, সেটাও দেখতে হবে। জনগণ হয়তো এত দূর সহ্য করবে না।' তিনি বলেন, 'জামায়াতকে নেতৃত্বশূন্য করা যাবে না। একজন রুকনকে আমির বানালে তিনিও জামায়াতকে পরিচালনা করতে পারবেন। কারণ জামায়াত যে আন্দোলন করে, তা পরিচালনা করেন মহান আল্লাহ।' সরকারের কয়েকজন মন্ত্রীর বক্তব্য উল্লেখ করে এ জামায়াত নেতা বলেন, 'রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে অন্য রাজনৈতিক দলকে শেষ করে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন, তা ঠিক নয়। সরকার চাচ্ছে, আমরা ধ্বংসাত্দক কাজ করি, এ সুযোগে তারা জামায়াতকে নিষিদ্ধ করুক। সরকারের এ ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না।'
বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি অধ্যাপক তাসনীম আলম বলেন, 'আওয়ামী লীগ নিজেদের গণতান্ত্রিক বলে গলাবাজি করে, কিন্তু তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। বাকশালের চেয়েও নির্মম কায়দায় তারা বিরোধী দলকে নির্যাতন করছে।' মহানগর সহকারী সেক্রেটারি নুরুল ইসলাম বুলবুল বলেন, 'আমাদের পাঁচ হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, ৫০ হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেও জামায়াত-শিবিরকে স্তব্ধ করতে পারবেন না।' মাওলানা আবদুল হালিম বলেন, 'নেতারা জেলে, আমরা বিক্ষুব্ধ। এ ক্ষোভকে জনগণের সঙ্গে মিশিয়ে মহা ক্ষোভে পরিণত করতে হবে। জীবন যাবে, রক্ত যাবে, রাজপথে থাকব ইনশাল্লাহ।'
সভাপতির বক্তব্যে জামায়াতের সংসদ সদস্য হামিদুর রহমান আযাদ বলেন, 'সরকারের পায়ের তলায় মাটি নেই। জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে তারা এখন পুলিশ ও মিথ্যা মামলার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।' সরকারের উদ্দেশে তিনি বলেন, কোথায় আঘাত করেছেন, ভেবে দেখুন।'
No comments:
Post a Comment
মন্তব্য করুন