18 July 2010

দেশি-বিদেশি মানবাধিকার সংগঠনকে সোচ্চার হতে জামায়াতের আহ্বান

নিজস্ব প্রতিবেদক

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সরকারের ফ্যাসিবাদী আচরণ ও মানবতাবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হতে দেশি-বিদেশি সব মানবাধিকার সংগঠন ও সংস্থার প্রতি আহ্বান জানিয়েছে।
গতকাল ভারপ্রাপ্ত আমির মকবুল আহমদের সভাপতিত্বে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠকে এ আহ্বান জানানো হয়।

পরিষদে গৃহীত প্রস্তাবে বলা হয়, গত ২৯ জুন নিজামী, সাঈদী ও মুজাহিদকে গ্রেপ্তারের পর থেকে এ পর্যন্ত পুলিশ জামায়াত ও ছাত্রশিবিরের কয়েক হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। বিরোধী দলকে দমন করতে সরকারের একটি বিশেষ বাহিনী গুপ্তহত্যা শুরু করেছে। গত ১৪ জুলাই শিবিরের কেন্দ্রীয় নেতা গোলাম মোর্তুজাকে সাদা পোশাকে পুলিশ গ্রেপ্তার করে। তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। ডায়েরি করতে গেলে থানা তা গ্রহণ করেনি। সরকার '৭২-এর সংবিধান চালু করে দেশ থেকে ইসলামী রাজনীতি, অর্থনীতি, শিক্ষা-সংস্কৃতি ধ্বংস করার ষড়যন্ত্র করছে।

No comments:

Post a Comment

মন্তব্য করুন