জুড়ী (মৌলভীবাজার) ও কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি | তারিখ: ০৬-০৭-২০১০
মৌলভীবাজারের কুলাউড়া ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পুলিশের ওপর হামলার মামলায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
কুলাউড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে জামায়াতে ইসলামী সিলেটের বালাগঞ্জ উপজেলা কমিটির রোকন আবদুর রশীদ (২৫) ও ছাত্রশিবিরের কুলাউড়া উপজেলা (পশ্চিম) কমিটির সেক্রেটারি সফিকুল ইসলামকে (২৪)।
কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল ইসলাম জানান, জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা গত ৩০ জুন বিকেলে কুলাউড়া পৌর শহরে মিছিল বের করেন। মিছিল থেকে হঠাৎ হামলা করা হলে সেখানে দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) ওয়াহিদুর রহমান আহত হন। এ ঘটনায় জামায়াত-শিবিরের ১৬০ জন নেতা-কর্মীকে আসামি করে একটি মামলা হয়। গ্রেপ্তার হওয়া আবদুর রশীদ ও সফিকুল ইসলাম ওই মামলার এজাহারভুক্ত আসামি। উপজেলার কলিমাবাদ গ্রামে গত রোববার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আদালতের মাধ্যমে গতকাল তাঁদের মৌলভীবাজার জেলহাজতে পাঠানো হয়েছে।
কসবায় গ্রেপ্তার হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পৌর ছাত্রশিবিরের সহসভাপতি আমির হোসেন (২৮)। গতকাল সোমবার কসবা টি আলী ডিগ্রি কলেজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ডিগ্রি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য সেখানে গিয়েছিলেন।
কসবা থানার উপপরিদর্শক (এসআই) সাধনকান্তি চৌধুরী বলেন, আমির হোসেন দায়িত্বরত পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের দুটি মামলার আসামি।
No comments:
Post a Comment
মন্তব্য করুন