প্রথম আলো ডেস্ক | তারিখ: ৩০-০৬-২০১০
জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীসহ শীর্ষস্থানীয় তিন নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে গতকাল মঙ্গলবার বিক্ষোভ সমাবেশ করেছেন দলের নেতা-কর্মীরা। এ ছাড়া ঝালকাঠি, সুনামগঞ্জ, মৌলভীবাজার, রংপুর, বরগুনা ও কুমিল্লায় জামায়াত-শিবিরের ২২ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে।
বিভিন্ন জায়গায় পুলিশের লাঠিপেটায় ২০-২৫ জন আহত হয়েছেন।
চট্টগ্রাম: রাত আটটার দিকে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা ইপিজেড এলাকায় কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। এর আগে সন্ধ্যায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা বাকলিয়ার আমান আলী রোডে মিছিলের প্রস্তুতিকালে পুলিশ তিনজনকে আটক করে। এঁরা হলেন ইফতেখার আলম (১৯), মো. শরীফ (৪৪) ও রায়হান মো. কায়সার (১৯)। পতেঙ্গা থানার পুলিশ কাঠগড় এলাকায় একটি মিছিলের চেষ্টা ব্যর্থ করে দেয়। তবে সেখানে কাউকে আটক করা হয়নি। এ ছাড়া চট্টগ্রাম মহানগরের সব কটি থানার পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ: গতকাল রাত আটটার দিকে জেলা শহরের ইসলামপুর এলাকায় জেলা জামায়াতের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন দলীয় নেতা-কর্মীরা। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কার্যালয়ের সামনে এসে মিছিলটি শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ থেকে আজ বুধবার চাঁপাইনবাবগঞ্জে অর্ধদিবস হরতালের ঘোষণা দেওয়া হলেও পরে রাত ১১টার দিকে প্রত্যাহার করে নেওয়া হয়। সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের জ্যেষ্ঠ নায়েবে আমির সাবেক সাংসদ লতিফুর রহমান, নায়েবে আমির নজরুল ইসলাম প্রমুখ।
ঝালকাঠি: ঝালকাঠিতে জেলা জামায়াতের আমির হাফিজুর রহমানের নেতৃত্বে নেতা-কর্মীরা শহরের পৌর কবরস্থানসংলগ্ন দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আমতলা সড়কে পৌঁছালে পুলিশ আমিরসহ দলের সাতজন নেতা-কর্মীকে আটক করে। অটক অন্যরা হলেন সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, কর্মী ইউসুফ আলী খান, মামুনুর রশিদ, ফরিদুল হক, আসিকুল ইসলাম ও আবদুল বারেক।
সিলেট: সিলেটে জামায়াতের নেতা-কর্মীরা গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মদিনা মার্কেট এলাকায় সিলেট-সুনামগঞ্জ সড়ক, দক্ষিণ সুরমার চণ্ডীপুরে সিলেট-ঢাকা মহাসড়ক ও শাহপরান এলাকায় সিলেট-তামাবিল সড়ক অবরোধ করেন। মদিনা মার্কেট এলাকায় পুলিশের সঙ্গে জামায়াতের কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশের দুই সদস্য আহত হন। পুলিশ জামায়াতের চার কর্মীকে আটক করে।
সুনামগঞ্জ: জেলা জামায়াতের নেতা-কর্মীরা গতকাল সন্ধ্যায় শহরে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি হাছননগরের দলীয় কার্যালয় থেকে উকিলপাড়া পয়েন্টে এলে পুলিশ নেতা-কর্মীদের লাঠিপেটা শুরু করে। পরে মিছিল থেকে জেলা জামায়াতের সেক্রেটারি তোফায়েল আহমদ খান, দলীয় নেতা নুরুল ইসলামসহ পাঁচজনকে আটক করা হয়।
মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়া ও বড়লেখায় দলের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, গতকাল সন্ধ্যা ছয়টার দিকে পৌর শহরে বিক্ষোভ মিছিল বের করেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। পুলিশ মিছিল থেকে দলের উপজেলা কমিটির সাবেক আমির খন্দকার আবদুস সোবহান ও ছাত্রশিবিরের পৌর কমিটির সাধারণ সম্পাদক ইমরাহুল কায়েছকে আটক করে।
শেরপুর (বগুড়া): বগুড়ার শেরপুর শহরে জামায়াতের নেতা-কর্মীরা গতকাল বিকেলে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি সন্ধ্যা সাড়ে ছয়টায় শহরের বাসস্ট্যান্ড শাহী জামে মসজিদের সামনে থেকে বের হয়ে শেষ হয় উপজেলা জামায়াতের কার্যালয়ের সামনে। সেখানে প্রতিবাদ সভায় বক্তব্য দেন জামায়াতের আমির নাজমুল হক।
নোয়াখালী: নোয়াখালীতে জেলা জামায়াতের আমির আবদুল মোনায়েমের নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা জামে মসজিদ চত্বরে গিয়ে শেষ হয়। এ ছাড়া জেলার প্রধান বাণিজ্যিক শহর চৌমুহনীতে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আলাউদ্দিনের নেতৃত্বে, কোম্পানীগঞ্জে আমির আবদুল হালিমের নেতৃত্বে এবং সুবর্ণচর উপজেলায় আমির জামাল উদ্দিনের নেতৃত্বে জামায়াতের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন।
নারায়ণগঞ্জ: জেলা জামায়াতের নেতা-কর্মীরা গতাকল সন্ধ্যায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেন। শহরের চাষাঢ়া প্রেসক্লাবে প্রতিবাদ সভা শেষে সেখান থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি চাষাঢ়ার দিকে যাওয়ার সময় পুলিশ লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের লাঠির আঘাতে কমপক্ষে ১০ জন আহত হন।
ফরিদপুর: গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চকবাজার কার্যালয় থেকে জেলা জামায়াতের একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি জনতা ব্যাংকের মোড় হয়ে মুজিব সড়ক দিয়ে স্থানীয় প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত পথসভায় জেলা জামায়াতের আমির দেলোয়ার হোসাইন ও পৌর জামায়াতের আমির মো. বদরুদ্দীন বক্তব্য দেন।
রংপুর: রংপুর শহরের সদর হাসপাতাল এলাকা থেকে গতকাল সন্ধ্যার পর জায়ামাত ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। কিন্তু মিছিলটি শুরু হওয়ার পরপরই পুলিশ লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশ জেলা জামায়াতের কর্মী একরামুল হোসেন ও ছাত্রশিবিরের কর্মী মনোয়ার হোসেনকে আটক করে।
বদরগঞ্জ (রংপুর): রংপুরের বদরগঞ্জে পৌর শহরের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে গতকাল সন্ধ্যায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা একটি মিছিল করেছেন। মিছিল শেষে নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে পথসভা করেন। সভায় বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির শাহ মুহম্মদ রোস্তম আলী, সেক্রেটারি মাওলানা আবদুল হান্নান খান প্রমুখ। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে নেতা-কর্মীরা চলে যান।
বরগুনা: বরগুনা জেলা জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা গতকাল সন্ধ্যায় শহরের কেন্দ্রীয় সদরঘাট জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে পৌর মার্কেটের সামনে এসে শেষ হয়। সেখানে সমাবেশে বক্তব্য দেন বরিশাল মহানগর ছাত্রশিবিরের সাবেক সভাপতি আসাদুজ্জামান। পরে পুলিশ সদরঘাট মসজিদ মার্কেট এলাকা থেকে জামায়াতের চার নেতাকে আটক করে। আটক নেতারা হলেন পৌর জামায়াতের আমির মহিবুল্লাহ হারুন, জেলা জামায়াতের সদস্য আফজালুর রহমান, হাবিবুল্লাহ বেলালী ও সদস্য আবদুল হক।
কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রাম, সদর দক্ষিণ ও আদর্শ সদর উপজেলা থেকে জামায়াত-শিবিরের ছয় নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম ও সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোডে সড়ক অবরোধ করেন। ওই সময় জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম ও এএসআই সাইফুল ইসলাম আহত হন।
[প্রতিবেদনটি তৈরিতে সহযোগিতা করেছেন নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম, চাঁপাইবাবগঞ্জ, সিলেট, বরগুনা, কুমিল্লা ও রংপুর; নোয়াখালী অফিস এবং ঝালকাঠি, সুনামগঞ্জ, শেরপুর (বগুড়া), জুড়ী (মৌলভীবাজার), নারায়ণগঞ্জ, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি]
No comments:
Post a Comment
মন্তব্য করুন