প্রথম আলো ডেস্ক | তারিখ: ৩০-০৬-২০১০
লন্ডনে যুদ্ধাপরাধীদের মানবাধিকার সম্মেলন নিয়ে প্রথম আলোয় প্রতিবেদন ছাপা হওয়ায় প্রথম আলোর লন্ডন প্রতিনিধি তানভীর আহমেদকে টেলিফোনে হুমকি দিয়েছে স্বাধীনতাবিরোধীরা।
২৫ জুন প্রথম আলোর শেষের পাতায় ‘জামায়াতের সম্পৃক্ততার অভিযোগ, প্রবাসী বাংলাদেশিদের বর্জন’ শীর্ষক ওই প্রতিবেদন ছাপা হওয়ার পর লন্ডন থেকে প্রকাশিত সাপ্তাহিক ইউরো বাংলার নির্বাহী সম্পাদক ও শিবিরের কেন্দ্রীয় কমিটির সদস্য কামাল শিকদার টেলিফোনে প্রথম আলোর লন্ডন প্রতিনিধির কাছে ওই প্রতিবেদন লেখার কারণ জানতে চান ও মামলা করার হুমকি দেন।
অভিযোগ থাকলে তানভীর আহমেদ তা লিখিতভাবে কামাল শিকদারকে জানাতে বলেন। জবাবে কামাল শিকদার হুমকি দিয়ে বলেন, অতীতে গার্ডিয়ান ও বিবিসিকেও প্রতিবেদন প্রকাশের জন্য ক্ষমা চেয়ে সংশোধনী দিতে হয়েছে। প্রথম আলোকেও ক্ষমা চাইতে হবে। এরপর অজ্ঞাত নম্বর থেকে নাম-পরিচয় গোপন করে প্রথম আলোর লন্ডন প্রতিনিধিকে টেলিফোনে কে বা কারা একাধিকবার হুমকি দেয় এবং অকথ্য ভাষায় গালাগাল করে। তানভীর আহমেদ বিষয়টি স্থানীয় পুলিশকে অবহিত করেন।
No comments:
Post a Comment
মন্তব্য করুন