30 June 2010

তিন নেতা গ্রেপ্তারের প্রতিবাদঃ সিলেটে জামায়াতের সড়ক অবরোধ



নিজস্ব প্রতিবেদক, সিলেট | তারিখ: ৩০-০৬-২০১০


জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীসহ শীর্ষস্থানীয় তিন নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে সিলেটে দলীয় নেতা-কর্মীরা গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তিনটি গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করেন। অবরোধকালে নগরের মদিনা মার্কেট এলাকায় পুলিশের সঙ্গে জামায়াতের কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশের দুই সদস্য আহত হন। পুলিশ জামায়াতের চার কর্মীকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সন্ধ্যার পর জামায়াতের কর্মীরা মদিনা মার্কেট এলাকায় সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করার চেষ্টা করেন। পুলিশ বাধা দিলে জামায়াতের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে ট্রাফিক পুলিশের উপপরিদর্শক ডালিম ও কনস্টেবল মুজিবুর আহত হন। এরপর পুলিশের একটি ভ্যানগাড়ি ভাঙচুর করে ঘটনাস্থল ত্যাগ করেন জামায়াতের কর্মীরা।

একইভাবে সন্ধ্যার পর দক্ষিণ সুরমার চণ্ডীপুরে জামায়াতের কর্মীরা সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করেন। পরে সেখানে পুলিশ গেলে তাঁরা ঘটনাস্থল ত্যাগ করেন।

এ ছাড়া রাত পৌনে আটটার দিকে শাহপরান এলাকায় সিলেট-তামাবিল সড়ক অবরোধ করেন জামায়াতের কর্মীরা। তাঁরা সড়কের ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকেন। রাত সাড়ে আটটার দিকে পুলিশ যাওয়ার পর তাঁরা ছত্রভঙ্গ হয়ে যান।

সিলেট কোতোয়ালি থানার সহকারী কমিশনার (এসি) আখতার হোসেন জানান, পুলিশের আহত দুই সদস্যকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ মদিনা মার্কেট এলাকা থেকে মদিন মার্কেট ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক গাজী নাসিরসহ জামায়াতের চার কর্মীকে গ্রেপ্তার করেছে।

No comments:

Post a Comment

মন্তব্য করুন