30 June 2010

জামায়াত-নিয়ন্ত্রিত মাদ্রাসা থেকে ইটের সুরকি, রড উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সিলেট | তারিখ: ০১-০৭-২০১০


সিলেট নগরের পাঠানটুলা এলাকার জামায়াতনিয়ন্ত্রিত একটি মাদ্রাসায় অভিযান চালিয়ে গতকাল বুধবার বিকেলে পাঁচ বস্তা ইটের সুরকি ও ৩১টি রড উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে পাঠানটুলার কাছে মদিনা মার্কেট এলাকায় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের সময় এগুলো ব্যবহূত হয়েছে বলে পুলিশ জানায়। এ হামলার ঘটনায় গতকাল কোতোয়ালি থানায় দুটো মামলা করেছে পুলিশ।

সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (এসি) আক্তার হোসেন জানান, বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মদিনা মার্কেটের পার্শ্ববর্তী এলাকায় জামায়াতনিয়ন্ত্রিত পাঠানটুলা শাহ্জালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসায় অভিযান চালায় পুলিশ। এ সময় এখান থেকে পাঁচ বস্তা ইটের সুরকি ও ৩১টি রড উদ্ধার করা হয়। তবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপপরিদর্শক নারায়ণ দত্ত জানান, গত মঙ্গলবার রাতে মদিনা মার্কেট এলাকায় সড়ক অবরোধকালে জামায়াত-শিবিরের কিছু কর্মী পুলিশের ওপর হামলা চালান ও পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করেন। এ ঘটনায় উপপরিদর্শক ইকরামুল ইসলাম বাদী হয়ে ২৩ জন জামায়াত-শিবিরের নেতা-কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৭০-৮০ জনকে আসামি করে একটি এবং উপপরিদর্শক ডালিম আহমদ বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখ করে আরেকটি মামলা করেছেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে মদিনা মার্কেট এলাকায় সড়ক অবরোধকালে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষুব্ধ জামায়াত কর্মীরা পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর করেন। জামায়াতের কর্মীদের ছোড়া ইট-পাটকেল নিক্ষেপে দুই পুলিশ সদস্য আহত হন।

No comments:

Post a Comment

মন্তব্য করুন