জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | তারিখ: ০১-০৭-২০১০
পুরান ঢাকার বাহাদুরশাহ পার্ক এলাকা থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালানোর অভিযোগে গতকাল বুধবার ছয় যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবকেরা ইসলামী ছাত্রশিবিরের কর্মী বলে সন্দেহ করা হচ্ছে।
সূত্র জানায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও কবি নজরুল সরকারি কলেজ শাখার ছাত্রলীগের কর্মীরা গতকাল দুপুরে বাহাদুরশাহ পার্ক এলাকায় শিবিরকর্মী সন্দেহে ছয় ছাত্রকে মারধর করেন। পরে ছাত্রলীগের কর্মীরা তাঁদের পুলিশে সোপর্দ করেন।
আটক ব্যক্তিরা হলেন—সোয়াইব হোসাইন, আশিকুর রহমান, এনায়েতুর রহমান, জাকির হোসাইন, আবু হানিফ ও রিমন চৌধুরী।
তাঁদের মধ্যে প্রথম তিনজনকে সূত্রাপুর ও বাকিদের কোতোয়ালি থানার পুলিশ আটক করে।
ছাত্রলীগের কর্মীরা অভিযোগ করেন, জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় তিন নেতার গ্রেপ্তারের প্রতিবাদে ওই ছয়জন বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিলেন।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. আজিমুল করিম ঘটনার সত্যতা স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।’
No comments:
Post a Comment
মন্তব্য করুন