নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
কুষ্টিয়া জেলা জামায়াতের আমির সাবেক সংসদ সদস্য আবদুল ওয়াহেদ, নায়েবে আমির ফরহাদ হোসেন ও ভেড়ামারা পৌর আমির হারুনার রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, তাঁরা যেকোনো সময় নাশকতা সৃষ্টি করতে পারে এমন আশঙ্কায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
কুষ্টিয়া সদর থানার ওসি আসাদুজ্জামান খান জানিয়েছেন, বুধবার সকালে কুষ্টিয়া শহরের হাউজিং এলাকার নিজ বাসা থেকে সদর থানা পুলিশ জেলা জামায়াতের আমির আবদুল ওয়াহেদ ও থানা মোড়ের বাসা থেকে নায়েবে আমির ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। এর আগে গভীর রাতে চারটি হাতবোমাসহ ভেড়ামারা উপজেলা জামায়াতের আমির হারুনার রশিদকে গ্রেপ্তার করে ভেড়ামারা থানা পুলিশ।
No comments:
Post a Comment
মন্তব্য করুন