30 June 2010

জামায়াতের আরও ১১ নেতার বিরুদ্ধে মামলা দায়ের


বিশেষ প্রতিনিধি | তারিখ: ০১-০৭-২০১০


জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর গ্রেপ্তারের সময় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দলটির কেন্দ্রীয় নেতাসহ ১১ জনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় মামলা হয়েছে। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক বাদী হয়ে গত মঙ্গলবার রাতে এ মামলা করেন।

আসামিরা হলেন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম, জামায়াতে ইসলামীর জ্যেষ্ঠ সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান, সহকারী সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান, প্রচার বিভাগের সেক্রেটারি তাসনীম আলম, ঢাকা মহানগর জামায়াতের সেক্রেটারি নুরুল ইসলাম বুলবুল, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি রেজাউল করিম, মো. ওবায়েদ, মো. আনিস, জসিম উদ্দিন, মিজানুর রহমান ও আবুল কাশেম।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেন।

No comments:

Post a Comment

মন্তব্য করুন