নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ | তারিখ: ১৫-০৬-২০১০
ঝিনাইদহে গত রোববার ছাত্রলীগ-ছাত্রশিবির সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার হওয়া জামায়াত-শিবিরের ৩৮ জন নেতা-কর্মীকে গতকাল সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এদিকে সংঘর্ষের ঘটনায় জেলা ছাত্রলীগের সদস্য হাসানুজ্জামান গতকাল ৫০ জনকে আসামি করে ঝিনাইদহ থানায় মামলা করেছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সগির আহম্মদ গ্রেপ্তার হওয়া জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের জেলহাজতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
গত রোববার শহরের নতুন হাটখোলা এলাকায় ছাত্রলীগ ও শিবিরের সংঘর্ষে সাংবাদিকসহ উভয় পক্ষের ১৫ জন আহত হন। আহতদের মধ্যে জামায়াতের ৬ নম্বর পৌর ওয়ার্ড সেক্রেটারি আবুল কালামের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
No comments:
Post a Comment
মন্তব্য করুন